বল ভেবে খেলতে গিয়ে কাঁকিনাড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর

মঙ্গলবার সকাল ৮'টা নাগাদ ভাটপাড়া স্টেশন সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডে প্রেমচাঁদ নগর এলাকায় বল খেলতে খেলতে ভুল করে হাতে বোমা নিয়ে ফেলে ওই নাবালক।

বল ভেবে খেলতে গিয়ে কাঁকিনাড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর

ট্রাইব টিভি ডিজিটাল: দীপাবলিতে মর্মান্তিক ঘটনা ঘটল কাঁকিনাড়ায়। ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। গুরুতর আহত আরও এক নাবালক। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জখম ওই নাবালককে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা।  

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৮'টা নাগাদ ভাটপাড়া স্টেশন সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডে প্রেমচাঁদ নগর এলাকায় বল খেলতে খেলতে ভুল করে হাতে বোমা নিয়ে ফেলে ওই নাবালক। এরপরই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিখিল রাজভর নামের বছর ৭-এর ওই শিশুর। গুরুতর আহত বাবলু সাউ(১৩) আরও এক শিশু। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় ভাটপাড়া থানা ও রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় বলেন, ''পুলিশ তদন্ত করছে। একজন শিশুর মৃত্যু হয়েছে। আরেকজন অসুস্থ। যে মা-বাবা সন্তান হারিয়েছে তাঁদের কোলে সন্তান ফিরিয়ে দিতে পারব না। কিন্তু, পরিবারের পাশে আছি। আমাদের রাগও হচ্ছে, দুঃখও হচ্ছে, লজ্জাও হচ্ছে। রেল লাইনের ধারে কেউ বোমা রেখে গিয়েছিল। অত্যন্ত খারাপ বিষয়।''