সিত্রাংয়ের তাণ্ডবে লন্ডভন্ড ওপার বাংলা, মৃত ৯

ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে উপকূলের এলাকাগুলিতে। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ।

সিত্রাংয়ের তাণ্ডবে লন্ডভন্ড ওপার বাংলা, মৃত ৯

ট্রাইব টিভি ডিজিটাল: বাংলাদেশে রীতিমতো 'রুদ্রমূর্তি' ধারণ করল ঘূর্ণিঝড় সিত্রাং। সূত্রের খবর, ওপার বাংলায় পাঁচ মহিলা এবং দুই শিশু সহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে প্রবল ঝড়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে সাত জনের এবং নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। 

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বরিশাল ও চট্টগ্রাম এর মাঝামাঝি এলাকা দিয়ে সিত্রাং অতিক্রম করে। ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে উপকূলের এলাকাগুলিতে। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে একাধিক গ্রামে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় চট্টগ্রাম, বরিশাল ও যশোর বিমানবন্দরে। বাংলাদেশের আবহাওয়া দফতরের পরিচালক আজিজুর রহমান জানান, মঙ্গলবার সিত্রাং বাংলাদেশ পেরিয়ে গতিপথ বদল করবে। এদিন সকাল থেকেই প্রভাব কমবে এই ঘূর্ণিঝড়ের।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, মঙ্গলবার সকাল থেকেই ওপার বাংলার আকাশ পরিষ্কার হবে। কিন্তু, জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকবেই। আমফান এবং ইয়াসের চেয়ে ক্ষতি কোনও অংশে কম হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, ওপার বাংলায় ১৩টি জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। এই জেলাগুলি হল- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং বরিশাল। 

চট্টগ্রাম জেলার উপকূলবর্তী এলাকাতে খোলা হয়েছে ৭৪টি 'সেফ হাউস'। এদিকে সিত্রাং নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপ আইল্যান্ডের মাঝে ল্যান্ডফল হয়েছে এই সাইক্লোনের। ল্যান্ডফলের পর তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে। সিত্রাংয়ের প্রভাব শুধু বাংলাদেশেই পড়েছে বলে জানা গিয়েছে।

 তা আছড়ে পড়ার পর উত্তর - উত্তর পুর্ব দিকে দ্রুতগতিতে এগিয়েছে। সাইক্লোন থেকে শক্তিকমে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে সিত্রাং। মঙ্গলবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উন্নতি হবে আবহাওয়ার। বুধবার আকাশ থাকবে মেঘমুক্ত।