অন্য মুডে শুভেন্দু, নবদ্বীপে রাসমেলার উদ্বোধনে BJP নেতা

সোমবার নদীয়া জেলার নবদ্বীপের রাস উৎসবে এসে তীর্যক ভাষায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

অন্য মুডে শুভেন্দু, নবদ্বীপে রাসমেলার উদ্বোধনে BJP নেতা

ট্রাইব টিভি ডিজিটাল: কার্তিক পূর্ণিমা ও নবদ্বীপের জনপ্রিয় রাস উৎসবের মধ্যেই আজ মঙ্গলবার নদীয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে চড়ছে পারদ। আর এরই মধ্যে সোমবার নবদ্বীপে এসে রাসযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।   

এদিকে, সোমবার নদীয়া জেলার নবদ্বীপের রাস উৎসবে এসে তীর্যক ভাষায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যার পর নবদ্বীপ শহরের স্টেশন সংলগ্ন বিশ্বাস পাড়া ও বিবেকানন্দ কলোনী মহিলা পরিচালিত নটরাজ পুজোর উদ্বোধনে আসেন তিনি। পুজোর উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই রাজ্যসরকারকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ শানান। অন্যদিকে, পুজোর উদ্বোধন পর নাম সংকীর্তনে মেতে ওঠেন এই বিজেপি নেতা। 

অন্যদিকে, বর্নাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে রাসচক্র ঘুরিয়ে রায়গঞ্জ শহরের দেবীনগরে রাস উৎসবের উদ্বোধন হল। দেবীনগর নেতাজী স্পোর্টিং ক্লাবের মাঠে রাস উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ প্রশাসক অরিন্দম সরকার,  রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার  রায়গঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস উৎসব উপলক্ষে রাস মেলারও আয়োজন করা হয়। সোমবার রাত থেকে শুরু হওয়া রাসমেলা সাতদিন ব্যাপী চলবে বলে জানিয়েছেন দেবীনগর  রাস উৎসবের অন্যতম উদ্যোক্তা রায়গঞ্জ পুরসভার কো-অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার। এই রাস উৎসব উপলক্ষে পদাবলী কীর্তন,  গীতা পাঠ প্রতিযোগিতা সহ নানান ধর্মীয় অনুষ্ঠান চলবে।