আলোর উৎসবে দুর্যোগের মেঘ, গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে 'সিত্রাং'

আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সিত্রাং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে।

আলোর উৎসবে দুর্যোগের মেঘ, গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে 'সিত্রাং'

ট্রাইব টিভি ডিজিটাল: আলোর উৎসবে দুর্যোগের মেঘ! একে আজ দীপাবলি তার উপর সপ্তাহের প্রথম দিন সোমবার ভোররাত থেকেই আকাশের মুখভার। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা। আশঙ্কার অশনি সঙ্কেত ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'সিত্রাং'কে ঘিরে। 

আবহাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সিত্রাং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আর তারই প্রভাবে এদিন সকাল থেকে দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। প্রশাসনের তরফে দফায় দফায় চলছে মাইকিং।  বিভিন্ন ঘাটগুলিতে দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে এবং সমুদ্রে নামায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূল এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে, ডিজাস্টার এবং এনডিআরএফকে নামানো হয়েছে। দিঘা সহ তাজপুর হলদিয়া উপকূল এলাকায় চলছে দফায় দফায় মাইকিং। রবিবার থেকেই হলদিয়া উপকূলে উপকূল রক্ষ্মী বাহিনী দফায়, দফায় মাইকিং চালাচ্ছে। 

জানা গিয়েছে, কাল ভোরে বাংলাদেশের তিনকোণা এবং সন্দ্বীপের মধ্যে ল্যাণ্ডফল করতে পারে ঘূর্ণিঝড় 'সিত্রাং'। ঘণ্টায় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটার। হাওয়া অফিস সূত্রে খবর, সাগরদ্বীপ থেকে মাত্র ৪৩০ কিমি দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'সিত্রাং'। এদিকে আলোর উৎসবে যাতে ভাটা না পড়ে তার জন্য সিত্রাং মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।

বকখালি, ফ্রেজারগঞ্জের সমুদ্রের আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনও মুহূর্তেই হতে পারে ল্যান্ডফল। যদিও এই সাইক্লোন আছড়ে পড়তে চলেছে বাংলাদেশে। তবে এর প্রভাব অনুভূত হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। অর্থাৎ কালীপুজো এবং দীপাবলির উৎসব কার্যত ভেস্তে দেবে এই ঘূর্ণিঝড়।