তাইওয়ানকে একঘরে করতে নতুন ঘুঁটি সাজাচ্ছে বেজিং

তাইওয়ানকে একঘরে করার চেষ্টায় নেমেছে চিন। ঘুরপথে ভারতের বিরুদ্ধে করা চিনের নয়া আগ্রাসনে উদ্বেগ বাড়ছে ভারত মহাসাগরের তীরে।

তাইওয়ানকে একঘরে করতে নতুন ঘুঁটি সাজাচ্ছে বেজিং
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: তাইওয়ানকে একঘরে করার চেষ্টায় নেমেছে চিন। ঘুরপথে ভারতের বিরুদ্ধে করা চিনের নয়া আগ্রাসনে উদ্বেগ বাড়ছে ভারত মহাসাগরের তীরে। 

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভাঙ্গন। এতদিন পর্যন্ত, হাতে গোনা ১২টি দেশ তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছিল। কিন্তু এদিন, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, নাউরু। বলাইবাহুল্য অধিকাংশই এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটির নাম শোনেননি। তাদের পিছনে চিনের হাত রয়েছে বলেই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। তাই চিন-তাইওয়ান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই ঘটনাকে গুরুত্ব দিতেই হচ্ছে। চিনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করেছিল তাইওয়ান। সেই নির্বাচনে জিতেছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা উইলিয়াম লাই চিং-তে। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তাঁর দল। তিনিই হবেন তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট। বর্তমানে তাইওয়ানের ভাইস প্রেসিডন্ট তিনি। এ বার তাঁর কাঁধেই গেল প্রেসিডেন্টের দায়িত্ব।

কনজারভেটিভ কুয়োমিনটাং -এর হও ইউ-ই এবং তাইওয়ান পিপলস পার্টি-এর কো য়েন-জে। এই ২ জনকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন চিং-তে। এবার নতুন সরকারকে চাপে রাখতে আকাশপথে চিনা আগ্রাসন। আকাশ সিমানাও লঙ্ঘন করেছে চিনা বিমান। শুধু আকাশ পথেই নয় জলপথেও চলছে আক্রমন। ২৪ ঘণ্টায় প্রায় ৫টি চিনা জাহাজ ঘিরছে তাওয়ানকে।

দক্ষিণ চিন সাগর দখলের জন্য যে আগ্রাসন দেখিয়েছিল চিন তা বিচক্ষণ জানে ভারত। পিছিয়ে ছিল না ভারতের নৌ- বাহিনীও। চিনের বিরুদ্ধে ফিলিপিন্স-এর সঙ্গে তাল মিলিয়ে শামিল হয়েছিল ভারতও। সেই ক্ষোভ থেকেই ভারতের উপর আগ্রাসন চিনের। কখনও মালদ্বীপকে কাছে টেনে আবার কখনও তাইওয়ানের উপর চাপ সৃষ্টি করে ভারতের বিরুদ্ধে ঘুরপথে আগ্রাসন করতে চাইছে চিন।