শনিবারই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, বড় ঘোষণা নির্বাচন কমিশনের

আগামীকাল ঘোষণা হতে চলেছে লোকসভার দিনক্ষণ (Lok Sabha 2024)। ২০২৪ এর লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। বিস্তারিত পড়ুন...

শনিবারই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ,  বড় ঘোষণা নির্বাচন কমিশনের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আগামীকাল ঘোষণা হতে চলেছে লোকসভার দিনক্ষণ (Lok Sabha 2024)। ২০২৪ এর লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও ওড়িশায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পরই বেজে যাবে ভোটের দামামা। দেশজুড়ে লাগু হবে নির্বাচনী আদর্শ আচরণবিধি। মোট কত দফায় ভোট হবে সেই বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাত দফারও বেশি।

শনিবার বিকেলে ৩টেয় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। একাধিক দফায় লোকসভা ভোট হওয়ার সম্ভাবনা। লোকসভার সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। সূত্রের খবর, চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সেদিকে তাকিয়ে ছিল সকলে। অবশেষে ১৬ মার্চ শনিবার ভোটের তারিখ ঘোষণা করা হবে জানাল নির্বাচন কমিশন।

এদিকে ক'দফায় ভোট হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হয়েছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচন হয়েছিল নয় দফায়। রাজ্যেও অতগুলি দফাতেই ভোট হয়। কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এলে এক দফায় নির্বাচন করার দাবি তুলেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।