আধ ঘণ্টার মধ্যেই দু’বার কেঁপে উঠল আফগান মাটি

জাপানের পর এবার ভূমিকম্প আফগানিস্তানে

আধ ঘণ্টার মধ্যেই দু’বার কেঁপে উঠল আফগান মাটি

বছরের শুরুটা ভালো কাটলোনা জাপানের। একদিকে বারংবার ভূমিকম্প, অন্যদিকে সুনামির আশংকা, আবার প্লেন দুর্ঘটনা। সব মিলিয়ে জাপানের সাধারণ মানুষদের মনে ভয় বাসা বেঁধেছে। ঠিক তারপরেই আজ, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ৩০ মিনিটের মধ্যে পর পর দু’বার কম্পন হয় সেখানে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, প্রথম কম্পনের উৎসস্থল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১০০ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৪.৪। বুধবার রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের ঠিক আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে আরো জানা যায়, দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। ফয়জাবাদ থেকে ১২৬ কিলোমিটার পূর্ব দিকে দ্বিতীয় কম্পনের উৎসস্থল। পর পর দু’বার কম্পনের পরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গত বছর ২০২৩ সালের ১২ ডিসেম্বর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.২। গত বছর অক্টোবর মাসে প্রবল ভূমিকম্প এবং শক্তিশালী ভূকম্প পরবর্তী আফটারশকে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছিলেন ১০ জনেরও বেশি। দু’দশক আগে আফগানিস্তানে ভূমিকম্পের ফলে মারা গিয়েছিলেন প্রায় দু’হাজার মানুষ।