'সীমান্তবর্তী জেলাগুলিতে আগ্নেয়াস্ত্র ঢোকাচ্ছে শুভেন্দু', তোপ ফিরহাদের

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্য দান করেন।

'সীমান্তবর্তী জেলাগুলিতে আগ্নেয়াস্ত্র ঢোকাচ্ছে শুভেন্দু', তোপ ফিরহাদের

ট্রাইব টিভি ডিজিটাল: মহান স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার ১৪৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হল সিউড়ির সিধু কানহতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্য দান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের সংসদ, সভাধিপতি, বিধায়ক, জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। 

এদিন সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ''পঞ্চায়েত নির্বাচনের আগে সীমান্তবর্তী জেলাগুলিতে আগ্নেয়াস্ত্র ঢোকাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।'' তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। মন্ত্রীর অভিযোগ, বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ভিসিলেন্স অফিসগুলি সরিয়ে ফেলা হয়েছে। এই বিষয়েও মন্ত্রী, ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

গ্রামের বিবাদকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তকমা দিচ্ছে সংবাদমাধ্যম বলে অভিযোগ করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে লাগাতার ভাবে তৃণমূলের দ্বন্দ্বে জেরবার জেলার নেতারা। হাল ধরতে বারে বারে আসছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার এই সফরের আগেই জেলায় দুই প্রান্তে তৃণমূলের অন্তর্দ্বন্ধ প্রকাশ্যে। চলেছে বোমাবাজি। প্রথমে মৃত্যু, তো পরেরবারে গুরুতর জখম। তাই মন্ত্রীর গলায় 'সবাই তৃণমূল' সুর বেজে উঠল। তার দায় চাপানো হলো সংবাদমাধ্যমের উপর। অনেকটা যেন--যত দোষ নন্দ ঘোষের মত।''