West Bengal News: ভাঙড়ে বোমাবাজি অশান্তির অভিযোগ, গ্রেফতার ISF নেতা

ভাঙড়ে অশান্তি-গন্ডগোল করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক ISF সদস্যকে গ্রেফতার করল  পুলিশ।

West Bengal News:  ভাঙড়ে বোমাবাজি অশান্তির অভিযোগ, গ্রেফতার ISF নেতা
ধৃত আইএসএফ নেতা অহিদুল ইসলাম

ট্রাইব টিভি ডিজিটাল: সদ্য শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ভোট মিটলেও বোমাবাজিতে এখনও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই  ISF-TMC ও বামদের সঙ্গে সংঘর্ষে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সংবাদ শিরোমানে ভাঙড়। 

সূত্রের খবর, ভাঙড়ে অশান্তি-গন্ডগোল করার অভিযোগে এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক ISF সদস্যকে গ্রেফতার করল  পুলিশ। ধৃত ওই আইএসএফ নেতার নাম অহিদুল ইসলাম। তিনি সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের জয়ী প্রার্থী ছিলেন। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভাঙড়ে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ISF নেতা। 

এদিন তাঁকে বারুইপুর আদালতে তোলা। আদালতে তোলার সময় তিনি অভিযোগ করেন, গত একমাস ধরে শাসকদলের ভয়ে তিনি পালিয়ে পালিয়ে বেরাচ্ছেন। ভোট গণনার পর থেকেই তিনি ঘরছাড়া। আর তাকেই গ্রেফতার করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলেও জানিয়েছেন তিনি।