গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় BJP নেতা

দীনেশ রায় প্রাক্তন জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক ছিলেন। বর্তমানে শান্তিপুর শহর মন্ডল ১ এর সাধারণ সম্পাদক।

গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় BJP নেতা

ট্রাইব টিভি ডিজিটাল: গৃহবধূকে নিয়মিত কুপ্রস্তাব, জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

 সূত্রের খবর, নিয়মিত কুপ্রস্তাব দেওয়া, জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করা এবং সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ জানিয়ে এক গৃহবধূ নদীয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
তিনি বলেন, ''দীর্ঘ ১০-১২ বছর যাবত তার স্বামীর সঙ্গে সুসম্পর্ক থাকায় সেই সূত্রেই বাড়িতে আসত বিজেপি নেতা দীনেশ রায়।'' আরও জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ির সামনেই বিজেপি নেতার তাঁত কারখানা। নানাভাবে ওই গৃহবধূকে উত্যক্ত করা এবং কুপ্রস্তাব দিতেন তিনি। শুধু তাই নয়, কিছুদিন আগে জোরপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করে তিনি। অবশেষে সিঁদুর পরিয়ে দেন বলেও অভিযোগ তুলেছেন ওই গৃহবধূ। 

 গৃহবধূর অভিযোগ, ঐ BJP নেতা তাঁকে নানাভাবে বোঝাতে চেষ্টা করত। যে, পরকীয়া আইনত। সামাজিক কোনও অপরাধ নয়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গৃহবধূর মেয়ে বাড়ি থেকে চলে যায়। ঘটনায় তিনিও বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারছেন না।  গৃহবধূর আরও অভিযোগ, উল্টে ওই বিজেপি নেতার এত বড় অন্যায় কাজকে প্রতিবাদ না জানিয়ে মা-বোন তাকেই দোষারোপ করে এবং মারধোর পর্যন্ত করে। তাই তিনি সুবিচার চাইতেই শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন। 

এদিকে ওই গৃহবধূর স্বামী গোটা বিষয়টি নিয়ে বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছেন খুব। তবে তিনিও স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপ্রার্থী। শান্তিপুর থানার পক্ষ থেকে ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা করিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, ''একান্তই পারিবারিক এবং ব্যক্তিগত ঘটনা।'' তাই তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।


এদিকে যার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সেই দীনেশ রায় জানান, মিথ্যা অভিযোগ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ড: সোমনাথ কর বলেন, ''খোঁজ নিয়ে দেখতে হবে রাজনৈতিক কোনও চক্রান্তের অভিসন্ধি আছে কিনা। দোষ যদি প্রমাণিত হয় তাহলে যাই হোক দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ধরনের ঘটনা আগেও একটা শোনা গিয়েছে। ইতিমধ্যেই গতকাল জেলা বিজেপি স্তরে তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় জনতা পার্টি মা-বোনদের সম্মান করতে জানে, কোনও ব্যক্তির জন্য দল কলঙ্কিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দলই। ওই গৃহবধূ আইনের আশ্রয় নিয়েছেন। আশা রাখি আইন আইনের কাজ করবে।'' 


প্রসঙ্গত, দীনেশ রায় প্রাক্তন জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক ছিলেন। বর্তমানে শান্তিপুর শহর মন্ডল ১ এর সাধারণ সম্পাদক। গত পৌর নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে তিনি বিজেপির প্রতিনিধি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিকদলের এ ধরনের একজন স্থানীয় নেতৃত্বদানকারী নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের রাজনীতিতে।