'পঞ্চায়েত ভোট হোক শান্তিপূর্ণ', নামাজে প্রার্থনা ফিরহাদের

গ্রাম বাংলা দখলের লড়াইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়...

'পঞ্চায়েত ভোট হোক শান্তিপূর্ণ', নামাজে প্রার্থনা ফিরহাদের
নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রাজ্যে ভোটের দামামা বাজতেই প্রকাশ্যে জেলায়-জেলায় অশান্তির ছবি। কোচবিহারের দিনহাটা থেকে মুর্শিদাবাদের ডোমকল! বোমাবাজি, গুলিতে উত্তপ্ত জেলা। রাজ্যজুড়ে সন্ত্রাস, অশান্তির আবহে শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে প্রার্থনা Kolkata Mayor ফিরহাদ হাকিমে। আজ পবিত্র ইদ উল আযহা। সেই উপলক্ষে এদিন সকালে চেতলার একটি মসজিদে সপরিবারে নামাজ পড়তে যান ফিরহাদ হাকিম। নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''প্রার্থনা করলাম। যাতে শান্তিতে ভোট হয়। মানুষ যাকে মনে করবে তাকে ভোট দিয়ে দায়িত্বে বসাবে। এরমধ্যে হানাহানি রেষারেষির কোনও জায়গা নেই। যদি আমাকে যোগ্য মনে করে, আমাকে দায়িত্ব দেবে। আপনাকে যোগ্য মনে করলে, আপনাকে দায়িত্ব দেবে। রাজনীতিতে আমি আমার কথা বলব। আপনি আপনার কথা বলবেন। মানুষ বুঝে নেবে কাকে সমর্থন করবে।'' 

এছাড়াও  তিনি বলেন, ''বিরোধী ভাইদের বলব, শান্তিপূর্ণ থাকতে। বোমাগুলি আমদানি থেকে সরে আসুন। পায়ের তলায় মাটি নেই বলে এগুলো করবেন না। পুলিশকে বলব, সতর্ক ভাবে বাংলার মানুষকে ভোটাধিকার পালনের সুযোগ করে দিন। ২০১১ এবং ২০১৬ তে কেন্দ্রীয় বাহিনী মুড়ে দিয়ে ভোটে যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ ছিলেন, এবারেও যত ইচ্ছা বাহিনী আসুক, তৃণমূল মানুষের ওপর ভরসা করে। এবং মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর। বিরোধীরা এবার আর বলতে পারবে না তৃণমূল কংগ্রেস করছে। বাহিনী এসে গেছে। উত্তেজনা এবং মারপিট করবেন না। মানুষ পাত্তা দেবে না।'' 

এদিকে দলের জয় নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। সংগঠনের ওপর ভরসা রেখেই জয়ের আশা করছেন তিনি। শুক্রবারই অনুব্রত-হীন বীরভূমে পা রাখবেন Firhad Hakim। তার আগে তিনি বলেন, ''অনুব্রত আমাদের সঙ্গে নেই। কিন্তু কর্মীরা আছেন। সেই সংগঠনটা আছে।'' তিনি মনে করেন, যেখানে মানুষ দলের পতাকা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে, সংগঠনটা তাঁদের সঙ্গেই আছে। উল্লেখ্য, গ্রাম বাংলা দখলের লড়াইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বাকি বাহিনীও দ্রুত এসে যাবে বলে মঙ্গলবারই একথা জানিয়েছিলেন State Election Commissioner রাজীব সিনহা।