SSC Scam: পার্থর মুখে সুজন-দিলীপ, শুভেন্দুর নাম, নিয়োগ দুর্নীতিতে নয়া রহস্য!

তিনি বলেন, 'কিছু বলব না ভেবেছিলাম। এখন দেখছি না বললে সবটা আমার বিরুদ্ধেই যাচ্ছে। সেটা আমি চাই না। তাই এবার বলা শুরু করব। ৫ বছর ধরে যে লোকটা রাস্তায় বসে কাজ করেছে, করোনা সামলেছে, সে লোকটা চুরি করতে পারে না।

SSC Scam: পার্থর মুখে সুজন-দিলীপ, শুভেন্দুর নাম, নিয়োগ দুর্নীতিতে নয়া রহস্য!

ট্রাইব টিভি ডিজিটাল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে আদালতে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ''আমি নিয়োগকর্তা নই। আমি এ ব্যাপারে কোনও সাহায্য তো দূর, কোনও অনৈতিক কাজ করতে পারব না। শুভেন্দু অধিকারীর ১১-১২ সালটা দেখুন না। DPSC তে কী করেছিল দেখুন না। 
অয়ন শীলকে কতদিন ধরে চেনেন? আমি কোনও শীলকে চিনি না। আমি আবার বলছি- সুজন, দিলীপ বাবুরা বলেছেন উত্তরবঙ্গে কি করেছে দেখুন। ২০০৯-১০-১১-১২তে কি করেছে দেখুন। কতবার তদবির করেছেন। আমি নিয়োগ কর্তা ছিলাম না।''  

শুধু তাই নয়, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ আরও বলেন, ''সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন ডিওআইএফআই-এর কতজনে পড়বি চাকরি পেয়েছেন। যারা বড়বড় কথা বলছেন তাদের কাছে গিয়ে তদবির করুন।' আমি তাঁদের বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই। এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না।'' এখানেই শেষ নয়। সরাসরি প্রাথমিক নিয়োগের সঙ্গে বিরোধী দলনেতার যুক্ত থাকার অভিযোগও তুলেছেন পার্থ। তিনি বলেন, ''শুভেন্দু অধিকারী ২০১১-১২ সালে কী করেছিল দেখুন না। ডিপিএসসি-তে কী করেছিল দেখুন না।'' উল্লেখ্য, ২০১১-১২ সালে তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী। 

আরও জানা গিয়েছে, এদিন এজলাসে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ''কিছু বলব না ভেবেছিলাম। এখন দেখছি না বললে সবটা আমার বিরুদ্ধেই যাচ্ছে। সেটা আমি চাই না। তাই এবার বলা শুরু করব। ৫ বছর ধরে যে লোকটা রাস্তায় বসে কাজ করেছে, করোনা সামলেছে, সে লোকটা চুরি করতে পারে না। যে সেটা জানে সে আমাকে নিয়ে খারাপ কিছু লিখতে পারে না। আমি একই জায়গা থেকে ৫ বার জিতেছি। কখনও অন্য কোথাও থেকে লড়িনি। যদি সৎ না হতাম তাহলে মানুষ কি জেতাত?'' প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে বিস্ফোরক অভিযোগ শুনে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সাফ জানান, ২০১১-১২ সালে তিনি রাজনীতিতে ছিলেন না, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনতেন না। দুর্নীতির দায় সম্পূর্ণ ঝেড়ে ফেলেছেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার আদালতে প্রবেশ করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ফের চোর চোর স্লোগান দিতে থাকেন অনেকে।