বাঙালির মৎস্যপ্রীতি নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে পথে SFI

বিতর্কিত মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার পরও মেটেনি সমালোচনার ঝড়। রবিবার তাঁর মন্তব্যের প্রতিবাদে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই।

বাঙালির মৎস্যপ্রীতি নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে পথে SFI

ট্রাইব টিভি ডিজিটাল: 'মাছে-ভাতে বাঙালি' আর এই মাছ নিয়ে বেফাঁস মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা পরেশ রাওয়াল। যদিও তাঁর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতেই বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।

সূত্রের খবর, বিতর্কিত মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার পরও মেটেনি সমালোচনার ঝড়। রবিবার তাঁর মন্তব্যের প্রতিবাদে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। এদিন হুগলির কোন্নগরে বাজার অঞ্চলে মাছ ভেজে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাম ছাত্র সংগঠন এসএফআই। এই বিষয়ে এসএফআই হুগলি জেলা কমিটি সভাপতি অর্ণব দাস বলেন, ''পরেশ রাওয়াল যে বিতর্কিত মন্তব্য করেছেন তা কার্যত বাঙালি বিদ্বেষী এবং বাঙালি জাতিসত্ত্বাকে আঘাত করেছে। তার বিরুদ্ধেই আমরা মাছ ভেজে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আসলে আর এস এস বিজেপি গোটা দেশ জুড়ে বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে দিতে চায় তারই প্রতিফলন বিজেপির পরেশ রাওয়ালের এই বক্তব্য।''

এদিকে গুজরাটে নির্বাচনী সভায় পরেশ রাওয়ালের বক্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যদিও তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরী হতেই ক্ষমা চেয়ে নেন 'হেরাফেরি' অভিনেতা। 

প্রসঙ্গত, সম্প্রতি গুজরাটে বিধানসভা নির্বাচনে ভালসাদে বিজেপির (BJP) হয়ে প্রচারে গিয়ে 'মাছে-ভাতে বাঙালি'কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন পরেশ রাওয়াল। বিতর্ক বাড়তেই চাপের মুখে পড়ে ক্ষমাও চান অভিনেতা। জানা গিয়েছে, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে পরেশ রাওয়াল বলেছিলেন, ''গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?''