'মুখ বন্ধ করতে খুন করা হয়েছে রাজু ঝা'কে', বিস্ফোরক দাবি দিলীপের

হুগলি জেলার রিষড়ায় রামনবমীর মিছিলে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন,''রাজু ঝাঁ খুন হয়েছেন গতকাল। সিবিআই তাকে ডেকেছিল।

'মুখ বন্ধ করতে খুন করা হয়েছে রাজু ঝা'কে',  বিস্ফোরক দাবি দিলীপের

ট্রাইব টিভি ডিজিটাল: শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে শ্যুটআউটে খুন হন BJP নেতা রাজু ঝাঁ। তারপর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার রাজু ঝাঁর মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি'র সর্বভারতীয় সহ সভাপতি Dilip Ghosh। তিনি বলেন, 'মুখ বন্ধ করতে রাজু ঝাঁকে খুন করা হয়েছে।'

রবিবার হুগলি জেলার রিষড়ায় রামনবমীর মিছিলে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন,''রাজু ঝাঁ খুন হয়েছেন গতকাল। সিবিআই তাকে ডেকেছিল। আগেও ডেকেছিল নিশ্চই বড় লোকেদের নাম বলেছিলেন। আবার ডেকেছিল এবার হয়ত ভয় ছিল নাম বলে দেবেন। তাই মুখ বন্ধ করা হয়েছে।'' জানা গিয়েছে, এদিন রামনবমীর মিছিলে বেরিয়ে শুধু রাজু ঝাঁ'এর প্রসঙ্গ নয়, রাজ্যের দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

তিনি বলেন, ''দুয়ারে সরকার নির্বাচন কেন্দ্রীক প্রকল্প। আগেও হয়েছে। যারা এই প্রকল্প চালাচ্ছেন তারা DA পাচ্ছেন না।কেন্দ্র সরকার টাকা আটকায় না। গরীব মানুষের জন্য যে টাকা দেওয়া হয় তা খরচা করে হিসাব দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব। টাকা কেন্দ্র নিয়মিতই দিতে থাকে। খালি হিসাব দেওয়া হয় না। কেন্দ্র বলেছে আমরা কারুর টাকা আটকায় না। কিন্তু, রাজ্য সরকারের উচিত গরিবদের জন্য টাকা খরচা করে তার হিসাব দেওয়া।'' 

বাবুঘাটে গঙ্গাআরতি প্রসঙ্গে Dilip Ghosh বলেন, '' আমরা গঙ্গা আরতি করতে গেলে আটকায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা আরতি করতে পারে। হিন্দু সমাজের ধার্মিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।'' এছাড়াও শিবপুর কাণ্ড নিয়ে তিনি বলেন, ''অরূপ রায়কে আটকাতে পারে না, সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র তৃণমূলের (TMC) জন্য আলাদা, বিরোধী দলের জন্য আলাদা।''