শিক্ষক নিয়োগে দুর্নীতি, গ্রেফতার SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

সুবীরেশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান পদে ছিলেন, তখনই সুপারিশের ক্ষেত্রে সবথেকে বেশি বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের তরফে।

শিক্ষক নিয়োগে দুর্নীতি, গ্রেফতার SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

ট্রাইব টিভি ডিজিটাল: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বহুদিন ধরেই চলছে জলঘোলা। একের পর এক নেতা মন্ত্রীর পর এবার সিবিআই জালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তিনি SSC-এর প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর ভূমিকা কী তা খতিয়ে দেখতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। 

আরও জানা গিয়েছে, এই মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুবীরেশকে। মনে করা হচ্ছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের উত্তরে সন্তুষ্ট হননি আধিকারিকরা, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য।

সুবীরেশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান পদে ছিলেন, তখনই সুপারিশের ক্ষেত্রে সবথেকে বেশি বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের তরফে। যদিও এসএসসি'র প্রাক্তন এই চেয়ারম্যান আগেই দাবি করেছেন যে, তাঁর ডিজিটাল সই অন্য কোথাও ব্যবহার হয়ে থাকতে পারে। অর্থাৎ তাঁর অজ্ঞাতে তাঁর সই ব্যবহার হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এসএসসি-র চেয়ারম্যান পদে থেকেও কেন সে কথা জানতে পারেননি তিনি?

এই মামলায় এর আগেই কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), SSC কমিটির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে (Shanti Prasad Sinha)। এছাড়াও কলকাতা হাইকোর্টে যে বাগ কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল, তাতেও নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের। এখন দেখার জল কোন দিকে গড়ায়!