চাঁদের দক্ষিণ মেরুতে রচিত ইতিহাস, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের 'কুমেরু' জয় করল ভারত

চন্দ্রজয় করল ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ চন্দ্রযান ৩এর। আর তারপরই উৎসব, উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা দেশবাসী।

চাঁদের দক্ষিণ মেরুতে রচিত ইতিহাস,  বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের 'কুমেরু' জয় করল ভারত
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বুধের সন্ধ্যায় Mission Successfull ভারতের। চাঁদের মাটিতে ল্যাণ্ডার বিক্রমের সফল অবতরণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের হাতের মুঠোয় চাঁদের দক্ষিণ মেরু। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে প্রবেশ ভারতের। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস রচনা করল ভারত। বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে ৬টা বেজে ৪ মিনিট দেড়শো কোটি দেশবাসীর অপেক্ষার অবসান ঘটাল ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত। হাতে চাঁদ পেল ভারত, ১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে ইসরোর বিক্রম। ভারতের জাতীয় পতাকা চাঁদের বুকে। 

ভারত পেরেছে। পারল না রাশিয়া। করে দেখাল ভারত। চন্দ্রজয় করল ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ চন্দ্রযান ৩এর। আর তারপরই উৎসব, উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা দেশবাসী। এতদিন গোটা বিশ্বের কাছে চাঁদের দক্ষিণ মেরু ছিল অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই)। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো (ISRO)। 

বুধবার চাঁদের মাটিতে বিক্রম নামার পর ইসরোর তরফে টুইট করা হয়েছে। চন্দ্রযান-৩-এর বয়ানে ইসরোর সেই টুইটে লেখা হয়েছে, ''ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি।'' প্রধানমন্ত্রী বলেন, ''টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।'' ইতিহাসের সাক্ষী থাাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাঁদে বিক্রম পা রাখার পর জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তার পর ভাষণ দিতে শুরু করেন। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। শুধু তাই নয়, ভারতের সুপার পাওয়ার জয়ে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এছাড়াও ইসরোকে শুভেচ্ছা বার্তা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।