Income Tax2023: ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়, বাজেটে বড় ঘোষনা কেন্দ্রের

লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বুধবার সংসদে পেশ করা হল কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট।

Income Tax2023: ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়, বাজেটে বড় ঘোষনা কেন্দ্রের

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বুধবার সংসদে পেশ করা হল কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ২০২৩ সালের বাজেটে সব থেকে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হল বার্ষিক আয় ও করছাড়। বার্ষিক আয় এবং করছাড়ে বড় ঘোষনা কেন্দ্রের। নতুন কর কাঠামোয় বার্ষিক ৭ লাখ টাকা আয়ে দিতে হবে না কোনও কর। তবে পুরোনো কর কাঠামোতেও দেওয়া যাবে কর। EPF-এর ট্যাক্সেও বড় ছাড়ের ঘোষনা সরকারের। 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা অনুযায়ী, নতুন আয়কর কাঠামো এবার থেকে ডিফল্ট আয়কর কাঠামো হিসাবে বিবেচিত হবে। পাশাপাশি তিনি নতুন আয়কর পরিকাঠামোয় কর কাঠামোয় ৬ থেকে কমিয়ে ৫টি ধাপ করার কথা ঘোষণা করেন। শূন্য থেকে ৩ লক্ষ টাকা অবধি উপার্জনে আয়কর শূন্যই রাখা হয়েছে। নতুন আয়করের পরিকাঠামোয় তিন লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা অবধি আয়ের উপরে ৫ শতাংশ অবধি কর দিতে হবে। ৬ লক্ষ টাকার উপরে উপার্জন থেকে ৯ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হবে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ টাকা অবধি উপার্জনের ক্ষেত্রে ২০ শতাংশ কর দিতে হবে। ১৫ লক্ষ টাকার অধিক উপার্জনের ক্ষেত্রে ৩০ শতাংস কর দিতে হবে। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার সংসদে পেশ করা হয় কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট। এদিন বাজেট প্রস্তাবে আয়কর নিয়ে সাধারণ মানুষের জন্য বড় ঘোষনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়। বেতনভোগীদের জন্য আয়করে ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হল। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

এ দিন বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হাসিমুখে জানান, এবার তিনি সেই ঘোষণায় আসছেন যার অপেক্ষা সকলে করছিলেন। কঠোর পরিশ্রমী মধ্যবিত্ত শ্রেণির জন্য আয়করে ঘোষণা করা হচ্ছে। ২০২০ সালে তিনি ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে নতুন নিয়ম আনেন। ৬টি আয়কর স্ল্যাব ঘোষণা করেছিলেন। আড়াই লক্ষ টাকা থেকে করছাড় শুরু হয়েছিল। এবারের বাজেটে সেই করের কাঠামোয় পরিবর্তন এনে ৫টি স্ল্যাব করা হচ্ছে এবং আয়করের ছাড় ৩ লক্ষ টাকা অবধি বাড়ানো হল। 

 2023 সালের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশার ভার কাঁধে নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে পেশ করেন কেন্দ্রীয় বাজেট। এদিনের বাজেটে আয়করে নয়া কর কাঠামোর পাশাপাশি মধ্যবিত্তের আর্থিক দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে নিঃসন্দেহে সুরাহা মিলেছে বলা যেতে পারে।