Chandrayaan 3 News: মুহুর্তের অপেক্ষায় দেশ, ল্যান্ডার বিক্রমের সাফল্য কামনা বঙ্গ BJP-র

চন্দ্রযান-৩ এর এই সাফল্য কামনা করে মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় শিব মূর্তির সামনে পুজো ও যজ্ঞ বিজেপি নেতাকর্মীদের।

Chandrayaan 3 News: মুহুর্তের অপেক্ষায় দেশ,  ল্যান্ডার বিক্রমের সাফল্য কামনা বঙ্গ BJP-র
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পরিবেশগত কারণে নাকি সমস্যা হতে পারে চন্দ্রযানের। তাই 'সুপার পাওয়ার' এর জন্য প্রার্থনা করে মেদিনীপুরে শিব মন্দিরে যজ্ঞ BJP-র। ইসরোর বিজ্ঞানীদের চূড়ান্ত প্রচেষ্টা ও উৎকণ্ঠার আর মাত্র এক ঘন্টা। ভারতের পাঠানো চন্দ্রযান-৩ নামতে চলেছে চাঁদের মাটিতে। তার নামার ক্ষেত্রে নাকি বিভিন্ন সমস্যা হতে পারে! সেই বিঘ্ন কাটাতে 'সুপার পাওয়ার' এর প্রার্থনা করে শিব মন্দিরে হাজির বিজেপির নেতাকর্মীরা। বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত দাস বলেন, "পরিবেশগত সমস্যা একটা হতে পারে আমরা শুনেছি। তাই সমস্ত পার্থিব পাওয়ারের ওপরেও একটা সুপার পাওয়ার দরকার। তাই শিবের মন্দিরে হাজির হয়েছি যজ্ঞ করে প্রার্থনার জন্য।"

চন্দ্রযান-৩ এর এই সাফল্য কামনা করে বুধবার মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় শিব মূর্তির সামনে পুজো ও যজ্ঞ শুরু করে বিজেপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত দাস সহ অন্যান্যরা। বিজেপির জেলা নেতৃত্বর অনেকেই উপস্থিত ছিলেন সেই যজ্ঞ অনুষ্ঠানে। বেশ কয়েক ঘন্টা ধরে চলে হোম যজ্ঞ। সমিত দাস বলেন,"সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে সফলতা দেওয়ার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি চন্দ্র যানের নামার ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হতে পারে। তাই এই ধরনের সমস্যা সমাধান করতে কিছু সুপার পাওয়ার লাগে। সেই সুপার পাওয়ার এর প্রার্থনা করতে শিবের মন্দিরে আমরা যজ্ঞ শুরু করেছি। আশা করছি সমাধান হয়ে যাবে।"

অন্যদিকে, চন্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের কামনায় রায়গঞ্জের খলসি এলকায় কালী মন্দিরে পুজো পুরোহিত ও ভক্তদের।তান্ত্রিক মতে এদিন পুজো করার পাশাপাশি যজ্ঞ করা হয়। একাবারে বলা যেতে পারে বিজ্ঞান ও বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আজ। চাঁদের দক্ষিণ মেরুতে সুরক্ষিত ভাবে যাতে চন্দ্র যান পা ফেলতে পারে তাঁর জন্যই এই পুজো অর্চনা করা হচ্ছে বলে জানান পুরোহিত বিশ্বজিৎ লাহিড়ী।