Hooch Death Nesws: বিষমদের বলি ১৩, বিপুল অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, মৃত ও অসুস্থরা প্রত্যেকেই মিথানল মেশানো মদ পান করেছিলেন। যার জন্য এইধরনের ঘটনা ঘটেছে।

Hooch Death Nesws: বিষমদের বলি ১৩, বিপুল অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বিষমদ খেয়ে বিপত্তি। তামিলনাড়ুতে বিষ মদের বলি অন্তত ১৩ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০ জন। রবিবার তামিলনাড়ুর পৃথক দুই জায়গায় বিষ মদ কেলেঙ্কারিতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। পুলিশ সূত্রে খবর, রবিবার বিষ মদ খেয়ে তামিলনাড়ুর Villupuram জেলার Marakkanam এলাকায় মারা গিয়েছেন ৯ জন। অন্যদিকে Chengalpattu জেলার Maduranthakam-এ প্রাণ হারিয়েছেন ৪ জন। এদিকে গোটা ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ৪ জন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অবৈধ মদগাঁজা বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এবং ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এই বিষয়ে তামিলনাড়ু উত্তরের ইন্সপেক্টর জেনারেল N Kannan জানিয়েছেন, অসুস্থ হয়ে এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৩০ জনেরও বেশি মানুষ। তাঁদের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, মৃত ও অসুস্থরা প্রত্যেকেই মিথানল মেশানো মদ পান করেছিলেন। যার জন্য এইধরনের ঘটনা ঘটেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে চেঙ্গলপাট্টু জেলায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের প্রত্যেকের ময়নাতদন্ত করা হয়। চেঙ্গলপাট্টুর ঘটনায় অভিযুক্ত আম্মাভাসাইকে গ্রেফতার করা হয়েছে। দুটি ঘটনায়ই কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশের। উভয় ক্ষেত্রেই শিল্প উদ্দেশ্যে ব্যবহৃত মদ ব্যবহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য তিনজন পরিদর্শক এবং চারজন সাব-ইন্সপেক্টরকে উভয় জেলা থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

গোটা ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এক বিবৃতিতে জানান, বিষ মদ খাওয়ার কারণে রাজ্যে মৃত্যুর ঘটনায় তিনি দুঃখিত। তিনি মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা এবং এই ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা লোকদের জন্য 50,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে, চার পুলিশ আধিকারিক - মারাক্কানম ইন্সপেক্টর আরুল ভাদিভাজাগান, সাব-ইন্সপেক্টর দিবান, কোত্তাকুপ্পম প্রোহিবিশন এনফোর্সমেন্ট উইং থানার ইন্সপেক্টর মারিয়া সোফি মঞ্জুলা এবং সাব-ইন্সপেক্টর শিবগুরুনাথনকে বরখাস্ত করা হয়েছে।''