নেপালের পোখরায় বিমান দুঘর্টনা, ৬৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, ৩০ জনের দেহ উদ্ধার

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল নেপালে। সে দেশের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ৭২ আসনের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। সেই আসার পথে পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা। কাসকি জেলার পোখরা এলাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এয়ারলাইন্স সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার কাজে ইতিমধ্যেই শুরু করেছে বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। তবে হতাহতের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।