Cigarettes Price Soar: দাম বাড়ল সিগারেটের, সোনাদানা আরও দামী

বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমন জানান, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে।

Cigarettes Price Soar: দাম বাড়ল সিগারেটের, সোনাদানা আরও দামী

ট্রাইব টিভি ডিজিটাল: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মাস্টারস্ট্রোক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। ধূমপায়ীদের জন্য ২০২৩ এর বাজেটে খারাপ খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ। 

বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমন জানান, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে। যার ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম। তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানোই সরকারের লক্ষ্য। সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে। যদিও উল্টো দিকে সরকারের আয়ের পথও বাড়ল। সিগারেটের পাশাপাশি জামাকাপড়, আমদানি করা রাবার সেট আরও ব্যয়বহুল হয়ে উঠল নতুন বাজেটে। এছাড়া জানা গিয়েছে বাড়বে সোনা, রুপো এবং হিরের দামও। 

এদিন বাজেট পেশে সিগারেট মদের শুল্ক বাড়ানোর ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, সোনার উপর শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ, রুপোর শুল্ক, ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। ফলে সোনা, রুপোরও দাম বাড়ছে। একইভাবে প্ল্যাটিনাম ও ইমিটেশন গয়নারও দাম বাড়ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে।