Central Budget 2023: আবাস যোজনা নিয়ে বাজেটে বড় প্রস্তাব, বাড়ল ফান্ডের পরিমাণ

প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এরফলে এই প্রকল্পের ব্যয় হতে চলেছে ৭৯ হাজার কোটি টাকারও বেশি।

Central Budget 2023: আবাস যোজনা নিয়ে বাজেটে বড় প্রস্তাব, বাড়ল ফান্ডের পরিমাণ

ট্রাইব টিভি ডিজিটাল: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মাস্টারস্ট্রোক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় অঙ্কের করছাড়ের পাশাপাশি আবাস যোজনা নিয়েও এদিন বড় ঘোষনা করেন তিনি। 

প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এরফলে এই প্রকল্পের ব্যয় হতে চলেছে ৭৯ হাজার কোটি টাকারও বেশি। এদিন বাজেট পেশের সময়েই এই ঘোষণা করেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, মূলধন বিনিয়োগের পরিধি ৩৩ শতাংশ বাড়িয়ে ১০ লাখ কোটি টাকা করা হচ্ছে। যা জিডিপি-র ৩.৩ শতাংশ হবে। পাশাপাশি, এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন দেশের অর্থনীতি রয়েছেন সঠিক রাস্তায়। গত ৯ বছরে ভারতীয় অর্থনীতি ১০ নম্বর স্থান থেকে উঠে এসেছে ৫ নম্বর স্থানে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে। ধূমপায়ীদের জন্য ২০২৩ এর বাজেটে খারাপ খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ।

বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমন জানান, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে। যার ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম। তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানোই সরকারের লক্ষ্য। সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে। যদিও উল্টো দিকে সরকারের আয়ের পথও বাড়ল। সিগারেটের পাশাপাশি জামাকাপড়, আমদানি করা রাবার সেট আরও ব্যয়বহুল হয়ে উঠল নতুন বাজেটে। এছাড়া জানা গিয়েছে বাড়বে সোনা, রুপো এবং হিরের দামও।