শিয়রে শীত, ভবিষ্যৎ অনিশ্চিত শান্তিনিকেতন পৌষ মেলার

চলতি বছরেও শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা করতে চাইছে না। শান্তিনিকেতন ট্রাস্ট এমনটাই চিঠি দিয়ে জানিয়েছে বোলপুর পৌরসভাকে।

শিয়রে শীত, ভবিষ্যৎ অনিশ্চিত শান্তিনিকেতন পৌষ মেলার

ট্রাইব টিভি ডিজিটাল: বিতর্ক যেন কিছুতেই থামছে না। বিশ্বভারতী নিয়ে নানারকম জলঘোলার পর এবার প্রকাশ্যে এল শান্তিনিকেতনের পৌষ মেলার আয়োজন নিয়ে টানাপোড়েন। সূত্রের খবর, এবছরও শান্তিনিকেতনের পৌষ মেলার আয়োজন করতে চাইছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।   

জানা গিয়েছে, চলতি বছরেও শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা করতে চাইছে না। শান্তিনিকেতন ট্রাস্ট এমনটাই চিঠি দিয়ে জানিয়েছে বোলপুর পৌরসভাকে। শান্তিনিকেতন ট্রাস্ট বোলপুর পৌরসভাকে চিঠি দিয়ে জানিয়েছে, বিশ্বভারতীর তিনটি জলাশয় আবর্জনায় পূর্ণ হয়ে গিয়েছে। এ মত অবস্থাতে এখন পরিষ্কার করাও সম্ভব নয়। তাই তারা পৌষ মেলা করতে পারবে না। 

আরও জানা গিয়েছে,  জলাশয়গুলি বিশ্বভারতীর অধীন হওয়ায় বিশ্বভারতী কোনও ব্যবস্থা না নেওয়াতেই এই অবস্থা। আগের বারে যেমন ডাক বাংলো মাঠে পৌরসভা ও বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি একত্রিত হয়ে পৌষ মেলা করেছিল এ বছরও যেন তারা সেই মেলা করে। এমনটাই আবেদন জানিয়েছে শান্তিনিকেতন ট্রাস্ট।
 বিশ্বভারতী কর্তৃপক্ষকে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, পূর্বপল্লির মাঠ লাগোয়া চারটি ব়়ড বাঁধ রয়েছে। 

মেলায় বসা দোকানিরা সেখানকারই জল ব্যবহার করে থাকেন। কিন্তু সংস্কারের অভাবে ওই বাঁধগুলি এখন মজে গিয়েছে। যার ফলে এত কম সময়ের মধ্যে বিকল্প জলের জোগান দেওয়াও সম্ভব নয়। এই পরিস্থিতিতে পৌষমেলা করার জন্য রাজ্য সরকারই দ্বারস্থ হয়েছে ট্রাস্ট। সরকারের পক্ষ থেকেই যাতে এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়, তার জন্য বোলপুর পুরসভাকে চিঠি দিয়েছেন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার।