টোটো চালকদের বচসার মাঝে পড়ে প্রাণ হারালেন প্রৌঢ়

শনিবার সকালে ওই টোটো চালক দুটি টোটো ভর্তি বাইরের লোক নিয়ে এসে নতুন করে অশান্তি শুরু করে।

টোটো চালকদের বচসার মাঝে পড়ে প্রাণ হারালেন প্রৌঢ়

ট্রাইব টিভি ডিজিটাল:পাড়ার বচসা থামাতে গিয়ে আকস্মিক মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে, হাওড়া জেলার আচার্য্য জগদীশ চন্দ্র বোস থানা এলাকার শালিমারের ভাড়পট্টি মিশ্র পাড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অবাদ কিশোর ওঝা (৫০)। তার দেশের বাড়ি বিহারে বলে জানা গিয়েছে।  

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি রাস্তার উপর ড্রেনের গর্ত কাটা ছিল। রাস্তার পাশেই একটি ছোট গলি রয়েছে। ওই গলি দিয়ে অনেক ছোট বাচ্চারা যাতায়াত করে। তাই যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্যই ওই স্থানে একটি পাথর রাখা হয়েছিল। শুক্রবার রাতে একটি টোটো চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটি সরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে টোটো চালকের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় এক চায়ের দোকানের বিক্রেতার সঙ্গে। 

অভিযোগ, শনিবার সকালে ওই টোটো চালক দুটি টোটো ভর্তি বাইরের লোক নিয়ে এসে নতুন করে অশান্তি শুরু করে। এর মধ্যে তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। হাতাহাতি বন্ধ করতে ওই এলাকার বাসিন্দা জনৈক পন্ডিতজী হস্তক্ষেপ করে। আচমকাই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে তার আঘাত লাগে ও মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ার পরই ওই টোটো চালক ও তার দলবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এরপরই স্থানীয় বাসিন্দারা আচার্য্য জগদীশ চন্দ্র বোস থানাতে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে ওই টোটো চালকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই টোটো চালককে গ্রেফতার করে। শনিবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়।