ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মান্দৌস', তামিলনাড়ুতে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

শীত পরতে না পরতেই ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত! বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মান্দৌস',  তামিলনাড়ুতে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

ট্রাইব টিভি ডিজিটাল: শীত পরতে না পরতেই ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত! বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতেই চেন্নাই উপকূলে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় মান্দৌস। শুক্রবার সকাল থেকে রাজ্যে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মোট ১৩টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, শুক্রবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধের ঘোষণা করেছে তামিলনাড়ু প্রশাসন। 

মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার রাত থেকেই শক্তিশালী ঘূর্ণিঝড় মান্দৌসে পরিণত হবে। যার প্রভাবে শুক্রবার তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় মান্দৌস চেন্নাইয়ের মালাপ্পুরমের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। তবে আজ দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়টি শক্তি খোয়াতে শুরু করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম ও পুদুচেরীতে। লাল সতর্কতা জারি করা হয়েছে ১৩টি জেলায়। বৃহস্পতিবার রাত থেকেই চেন্নাই সহ তামিলনাড়ুর উত্তর অংশে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনায় চেন্নাই, থিরুভাল্লুর, চেঙ্গালপাট্টু, ভেলোর, রানিপেট্টাই, কাঞ্চিপুরম সহ ১২টি জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব তামিলনাড়ুতে সবথেকে বেশি। কিছুটা পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়।

ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপকূলে। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বাংলা, বিহার, উড়িষ্যা-সহ পূর্ব ভারতের রাজ্যগুলির। মহারাষ্ট্র এবং গুজরাটেও তাপমাত্রা বাড়বে আগামী ২-৩ দিনে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সেখানে।

এদিকে মান্দৌসের প্রভাব সেভাবে বাংলার আবহাওয়ায় পড়বে না। তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। বইবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। এর ফলে বাড়বে রাতের তাপমাত্রা। কিন্তু দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবারই শীতলতম দিন কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে পারদ নেমেছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমবে শীতের আমেজ। সোম-মঙ্গল পর্যন্ত একই পরিস্থিতি থাকবে।