পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে অভিযোগ খুঁজে দেখুন, আইনজীবীদের নির্দেশ প্রধান বিচারপতির

 রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি থেকে কিছু অভিযোগ করে মামলা রুজু হয়েছিল। তারপর কী হল জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে অভিযোগ খুঁজে দেখুন, আইনজীবীদের নির্দেশ প্রধান বিচারপতির
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা আইনজীবীদের খুঁজে বার করতে বললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে যে মামলা রয়েছে সেখানে এই বিষয়টিও আদালত নজরে আনতে চায় বলে জানালেন প্রধান বিচারপতি। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে গেল আরও তিন মাস।

 রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি থেকে কিছু অভিযোগ করে মামলা রুজু হয়েছিল। সেই মামলাগুলির এই মুহূর্তের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এছাড়াও আরও তিন মাস পিছিয়ে গেল পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের আদালত অবমাননার মামলা। শুক্রবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল-সহ গত পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলার আইনজীবীদের পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা খুঁজে বার করতে বলল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, 'আগামী সোমবার সন্দেশখালি মামলার শুনানির সময় ওই বিষয়টিও নজরে আনতে চায় আদালত। আমার যত দূর মনে পড়ছে সন্দেশখালি নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে কী অভিযোগ ছিল দেখতে চাই। ওই মামলাটি কে করেছিলেন তাও খুঁজে বার করা হোক।'

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-Court-granted-anticipatory-bail-to-isf-MLA-Naushad-Siddiqui

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত অবমাননার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ বেশ কয়েক জন। আদালতের নির্দেশ অনুযায়ী রাজীব সিনহা তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার পাশাপাশি আদালতে সশরীরে হাজিরাও দিয়েছিলেন। গত ৮ জানুয়ারি রাজীবের হলফনামার পাল্টা হলফনামা শুভেন্দু-সহ তিন মামলাকারীর কাছ থেকে চার সপ্তাহের মধ্যে তলব করে আদালত। শুক্রবার এই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবীদের খোঁজ করেন বিচারপতি। কিন্তু তাঁদের অনেকেই উপস্থিত ছিলেন না। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Know-the-full-weather-forecast-of-today-weather

 প্রধান বিচারপতি বলেন, 'এই মামলা আর চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ মামলাকারীদের আছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার। হঠাৎ করে এই মামলাটি শুনানির জন্য আসেনি। এক মাস আগে জানানো হয়েছিল।' কিছুক্ষণ পর এজলাসে পৌঁছে শুভেন্দুর আইনজীবী বিচারপতির কাছে আরও দু’দিন সময় চেয়েছেন। বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘আপনারা যা খুশি করুন। এই মামলার কোনও আইনজীবীকে আমি সময়ে দেখতে পাইনি। সাধারণত, সকাল ১০টায় আইনজীবীরা এজলাসে উপস্থিত হন। আমার অবসরের পরে এই মামলা আসবে। অসুবিধা কোথায়?' কমিশনের আইনজীবী সোনাল সিং আদালতকে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই হলফনামার প্রতিলিপি সব পক্ষকে দেওয়া হয়েছিল। এর পরই হাইকোর্টের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামার প্রতিলিপি আবার সব পক্ষকে দিতে হবে কমিশনকে। মামলাকারীদের তার উত্তর দেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হচ্ছে। তিন মাস পর এই মামলাটির পরবর্তী শুনানি হবে।