পঞ্চায়েত ভোটের আগে আরও শক্তিশালী ঘাসফুল শিবির, BJP ছাড়লেন ৫০০ নেতা কর্মী

এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পরি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

পঞ্চায়েত ভোটের আগে আরও শক্তিশালী ঘাসফুল শিবির,  BJP ছাড়লেন ৫০০ নেতা কর্মী

ট্রাইব টিভি ডিজিটাল: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে রাজ্যের দুই মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির মন্ডল সভাপতি, কংগ্রেসের ব্লক সভাপতি সহ বিজেপি,বামফ্রন্ট, ও কংগ্রেস থেকে প্রায় পাঁচশো কর্মী। 

এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পরি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মারুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, মানিকচক বিধানসভার বিধায়িকা তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভা নেত্রী সাবিত্রী মিত্র, রুতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় সহ কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকরা।

এদিন বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার বইছে সেই কর্মকাণ্ডের শামিল হতে কয়েকশো নেতাকর্মী বিজেপি, বামফ্রন্ট, ও কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এই সমস্ত নেতাকর্মীরা যোগদান করায় তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়ল।