BJP News: লোকসভার আগে বড় ধাক্কা, পদ খোয়ালেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি হতে শুরু করেছিল। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজের জাত চিনিয়েছেন তিনি...

BJP News: লোকসভার আগে বড় ধাক্কা,  পদ খোয়ালেন দিলীপ ঘোষ
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা ভোটের আগে BJP-র কেন্দ্রীয় কমিটিতে বড় রদ বদল। সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে (Dilip Ghosh News)। নতুন কেন্দ্রীয় কমিটি যেটা তৈরি হয়েছে সেখানে রইলেন বাংলার প্রতিনিধি হিসেবে অনুপম হাজরা। নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছে মোট ১৩ জনের নাম। এই তালিকা স্থান পেয়েছে ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ-ওড়িশা, উত্তর প্রদেশ, তেলঙ্গানা, নাগাল্যান্ড, কেরলের প্রতিনিধি। তবে বাংলা থেকে বাদ পড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

সূত্রের খবর, যাঁদের আগামী দিনে BJP-র তরফে লোকসভায় প্রার্থী করা হবে, তাঁদের কেন্দ্রীয় সংগঠনে রাখা হবে না। কারণ, কেন্দ্রীয় সংগঠনের নেতাদের সারা দেশে ঘুরে কাজ করতে হয়। লোকসভায় যাঁরা প্রার্থী হবেন, তাঁদের নিজেদের লোকসভা কেন্দ্রে এবং দলের কাজে সময় দিতে হয়। তাহলে কী আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে MP পদপ্রার্থী হিসেবে লড়াই করবেন দিলীপ ঘোষ? এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে জাতীয় রাজনৈতিক মহলে। 

উল্লেখ্য, দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি হতে শুরু করেছিল। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজের জাত চিনিয়েছেন তিনি। তারপর দিলীপ ঘোষকে বাংলার রাজনীতিতে থেকে তাঁর উত্তরণ ঘটে জাতীয় রাজনীতিতে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ২০২১ সাল থেকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে ছিলেন খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার কেন্দ্রীয় সংগঠনের রদবদলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে বাদ গিয়েছেন তিনি। এখন দেখার জল কোন দিকে গড়ায়!