মেলেনি জামিন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত জেলেই অনুব্রত

বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়।

মেলেনি জামিন,  ফেব্রুয়ারি মাস পর্যন্ত জেলেই অনুব্রত

ট্রাইব টিভি ডিজিটাল: গরু পাচার মামলায় মিলল না স্বস্তি। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই কাটবে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার ফের তাকে আসানসোল আদালতে তোলা হলে পুনরায় বীরভূমের এই নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় CBI-এর বিশেষ আদালত। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। সেই সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।   এদিকে অনুব্রত মণ্ডলের আদালতে হাজিরা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আসানসোল আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। 

এদিন সকালে সিবিআইয়ের দুই আধিকারিক আসানসোল বিশেষ সংশোধনাগারে এসে পৌঁছয়। এদিন বেলা ১১ টা নাগাদ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে এদিন আদালতে পেশ করা হলেও তাঁর আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি।  আদালত পুনরায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ৩ ফেব্রুয়ারি পুনরায় আসানসোল বিশেষ সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে।