ISF Rally: নওশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে মিছিল, অবরুদ্ধ যান চলাচল

প্রথমে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর জন্য এই মুহূর্তে মিছিলেন অনুমতি দেওয়া যাবে না।

ISF Rally: নওশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে মিছিল, অবরুদ্ধ যান চলাচল

ট্রাইব টিভি ডিজিটাল: পুলিশি নিষেধাজ্ঞাকে অমান্য করেই বুধবার দুপুরে শিয়ালদহ থেকে শুরু হয়েছে ISF-এর প্রতিবাদ মিছিল। নওশাদ সিদ্দিকি ও গ্রেফতার হওয়া বাকি আইএসএফ কর্মীদের দ্রুত মুক্তির দাবিতে মিছিল। পুলিশের অনুমতি না থাকলেও মিছিল আটকানো হল না। শান্তিপূর্ণভাবেই শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে এগোচ্ছে মিছিল। শুধুমাত্র আইএসএফের সমর্থকেরা নয়, মিছিলে রয়েছে বাম মনোভাবাপন্ন মানুষ ও অনেক অরাজনৈতিক সংগঠন। কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা যাচ্ছে না। হাতে লেখা ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছেন কেউ কেউ। তাঁদের একটাই দাবি, 'ভাইজানের মুক্তি চাই।' দায়িত্বে রয়েছেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।

সূত্রের খবর, প্রথমে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর জন্য এই মুহূর্তে মিছিলেন অনুমতি দেওয়া যাবে না। কিন্তু, আইএসএফের তরফেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে অনুমতি না দিলেও মিছিল হবে। শিয়ালদহ থেকে শুরু হওয়া মিছিলে আইএসএফ কর্মী সমর্থকরা যোগ দিয়েছেন। তারা বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির পক্ষে সওয়াল করে ক্রমাগত স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের গ্রেফতারির দাবি জানিয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা।

অন্যদিকে কলেজ স্কোয়ারে থেকে আরও একটি মিছিলের ডাক দিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। সেই মিছিল থেকে রাজ্য সরকারকে নিশানা করেন মোর্চার সভাপতি চার্লস নন্দী। তিনি বলেন, '১১ বছর ধরে রাজ্যে তৃণমূল সরকারের আমলে সংখ্যালঘুদের কোনও উন্নতি হয়নি বরং তাদের উপর অত্যাচার অনেক বেড়েছে। ভারতের মধ্যে এই রাজ্যে সংখ্যালঘুরা সব থেকে গরিব। নওশাদ সিদ্দিকি ও মুসলিম ভাইদের ওপর শনিবার যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বিধায়কের পাশাপাশি ১৮ জন ISF কর্মীসমর্থককেও গ্রেফতার করা হয়েছিল। তাঁরই প্রতিবাদে কলকাতায় নাগরিক মিছিলেন ডাক দেয় আইএসএফ।