জ্বলছে সন্দেশখালি, রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বিজেপির

রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনের সিঁড়িতে বসে চলে বিক্ষোভ প্রদর্শন। সোমবার থেকে লাগাতার ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর।

জ্বলছে সন্দেশখালি, রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বিজেপির
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল:  রাজ্যপালের হস্তক্ষেপের দাবি তুলে রাজভবনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সিঁড়িতে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি তোলেন বিরোধী দলনেতা। রাজ্যপালকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সোমবার থেকে  লাগাতার ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর। 

শেখ শাহজাহানের দ্রুত গ্রেফতারির দাবিতে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালির। জারি হয়েছে ১৪৪ ধারা। যা নিয়ে উত্তপ্ত বাংলার রাজনৈতিক মহলও। এবার সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে আন্দোলনের তেজ আরও বাড়াতে চাইছে পদ্ম শিবির। শনিবার দুপুরে মিছিল করে প্ল্যাকার্ড হাতে রাজভবনে যান বিজেপি বিধায়করা। সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি তোলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনের সিঁড়িতে বসে চলে বিক্ষোভ প্রদর্শন। সন্দেশখালি শান্ত করতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে এক দিনের সময়সীমাও বেঁধে দিলেন শুভেন্দু। সন্দেশখালিকাণ্ডে রাজ্যপাল হস্তক্ষেপ না করলে সোমবার বিজেপি ভাঙবে সন্দেশখালির ১৪৪ ধারা। ধর্নার হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। 

 

'সন্দেশখালি জ্বলছে কেন, রাজ্যপাল জবাব দাও' এই স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যপাল সন্দেশখালি নিয়ে হস্তক্ষেপ না করলে, শান্তি না ফেরালে সোমবার বিধানসভায় এসে বিক্ষোভ হবে। ১৪৪ ধারা ভেঙে বিজেপি বিধায়কেরা সন্দেশখালি যাবেন বলে এদিন সাফ জানিয়ে দেন শুভেন্দু। এদিকে রাজ্যপাল-শুভেন্দুর সম্পর্ককে তীব্র কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'বিরোধী দলনেতার নির্দেশ মেনে রাজ্যপাল সন্দেশখালি যাবেন কিনা, সেটা তাঁর ব্যাপার'। 

রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কী এবার দ্রুত অ্যাকশন মোডে দেখা যাবে রাজ্যপালকে? যদিও এই প্রশ্নের উত্তর সময়ই বলবে ...