'উনি একটা পাগল', অমর্ত্য সেনের জমি বিতর্কে বিশ্বভারতীর ভিসি'কে কটাক্ষ ফিরহাদের

শনিবার হাওড়ায় অসিত সেনের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে আসেন মেয়র ফিরহাদ হাকিম।

'উনি একটা পাগল', অমর্ত্য সেনের জমি বিতর্কে বিশ্বভারতীর ভিসি'কে কটাক্ষ ফিরহাদের

ট্রাইব টিভি ডিজিটাল:  নোবেল ও অমর্ত্য সেন! বিতর্ক অব্যাহত। যদিও নোবেল বিতর্ক এবং শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। উপাচার্যের সঙ্গে অমর্ত্য সেনের বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছে শাসক তৃণমূল।

এদিকে গাত্রদাহ থেকেই অমর্ত্য সেনের নোবেল পুরস্কার প্রাপ্তি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য প্রশ্ন তুলেছেন বলে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে বিশ্বভারতীর উপাচার্যের মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যিনি অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''ওনাকে (বিদ্যুৎ চক্রবর্তী) বিশ্বভারতী থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ভারতবাসীকে অপমান করা হচ্ছে। ওনার সার্টিফিকেটগুলো পরীক্ষা করা উচিত। উনি মানসিকভাবে ঠিক নেই।'' 

সূত্রের খবর, শনিবার হাওড়ায় অসিত সেনের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে আসেন মেয়র ফিরহাদ হাকিম। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর সহ উপাচার্য্যকে 'পাগল' বলে কটাক্ষ করেন রাজ্যের নগরন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''অমর্ত্য সেনের মতো উচ্চ শ্রেণীর মানুষকে নিয়ে যতবার এই ধরণের কথা বলা হয় এতে বাংলার অপমান হয়। অমর্ত্য সেনের পিতার সঙ্গে কবিগুরুর বিশেষ সক্ষ্যতা ছিল। গুরুদেবই অমর্ত্য নামকরণ করেন। অমর্ত্য সেনকে তিনি বাংলার গর্ব বলে উল্লেখ করেন।''

 তিনি শান্তিনিকেতনে আছেন তার পিতার স্মৃতিকে আঁকড়ে ধরে। ওখানেই তার শৈশব কেটেছিল। পাশাপাশি তিনি জানান,  অমর্ত্য সেন যেহেতু বিজেপির মতবাদে বিশ্বাসী নন অমর্ত্য সেন তাই বিস্বভারতীর সহ উপাচার্য্য অমিত শাহকে খুশি করতে এই ধরণের মন্তব্য করছেন বলেই তিনি দাবি করেন। পাশাপাশি রাজ্যপালের হাতে খড়িকে কেন্দ্র করে রাজ্যে চলা বিতর্ককে কেন্দ্র করে জমি হারানো বিজেপি জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে বলেই দাবি করেন ফিরহাদ হাকিম।