ISL Durbey: ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ, পিছিয়ে গেল কলকাতা ডার্বি

এর আগে ২০২৩ সালে ISL-এর প্রথম পর্বের সময় ডার্বি পিছিয়ে গিয়েছিল। সেই সময় ODI বিশ্বকাপের জন্য পিছিয়ে যায়। আরও জানতে বিস্তারিত পড়ুন...

ISL Durbey: ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ, পিছিয়ে গেল কলকাতা ডার্বি
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য ১০ মার্চ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএল-এর ডার্বি (ISL Durbey)। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের এমনটাই জানানো হয়েছে। আজ পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। পুলিশের তরফ থেকে ১০ তারিখের পরিবর্তে ১১ই মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়েছে। এখন এফএসডিএল সিদ্ধান্ত জানাবে ইস্টবেঙ্গলকে ১১ মার্চ ডার্বি আয়োজন সম্ভব কিনা।

এর আগে ২০২৩ সালে ISL-এর প্রথম পর্বের সময় ডার্বি পিছিয়ে গিয়েছিল। সেই সময় ODI বিশ্বকাপের জন্য পিছিয়ে যায়। কারণ, ডার্বির দিন শহরে পা দেওয়ার কথা ছিল পাকিস্তান দলের আর ডার্বির পরের দিন ছিল বাংলাদেশের ম্যাচ। তাই সেই সময় ডার্বি পিছিয়ে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিতীয় পর্বেই আয়োজিত হবে দুটো ডার্বি।

আরও পড়ুন: https://www.tribetv.in/West-Bengal-Minister-Arup-Biswas-summed-by-ed-on-tomorrow-in-delhi

সেই হিসেবে প্রথম ডার্বিটা সুপার কাপের পরে আয়োজিত হয়। ৩ ফেব্রুয়ারি যেই ম্যাচটা ২-২ গোলে ড্র হয়। ফিরতি ডার্বি আয়োজিত হওয়ার কথা ছিল ১০ মার্চ। সেটা অবশেষে পিছিয়ে গেল। ফিরতি ডার্বি পিছিয়ে যাওয়ায় সেটা কবে আয়োজিত হবে তা অবশ্য জানানো হয়নি।