CWC 2023: টসে জিতে ব্যাটিংয়ে ঝড় ভারতের, ইতিহাস তৈরির অপেক্ষায় আসমুদ্র হিমাচল

২০১১ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ভারত। ঘরের মাঠেই ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল। এ বারের অপেক্ষা ১২ বছরের। খুব কাছে গিয়েও ফিরে আসা যেন আরও হতাশার। বিস্তারিত জানুন...

CWC 2023: টসে জিতে ব্যাটিংয়ে ঝড় ভারতের, ইতিহাস তৈরির অপেক্ষায় আসমুদ্র হিমাচল
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: আজ বিরাটদের সামনে বিশ্বজয়ের হাতছানি (ICC World Cup 2023)। ২০ বছর পর আজ সুপার সানডে'তে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া (Ind vs Aus)। টস জিতে রোহিতদের ব্যাটিংয়ে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সকলে মনে করেছিলেন টসে জিতলে যে কোনও দল ব্যাট করার সিদ্ধান্ত নেবে। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন। তাঁর সিদ্ধান্ত সকলকে অবাক করে দিয়েছে। একযুগ বাদে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। মেগা ফাইনালে শক্ত গাঁট অস্ট্রেলিয়া (Australia)। ওয়ার্নার, কামিন্সদের (Cumins) হারিয়ে ২০০৩-এর বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা রোহিতদেরই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা (Rohit Sharma)।

৪ ওভার: ফের মারকাটারি শুরু ভারতের (India)। ৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩০। ২ ওভার: হ্যাজেলউডের এক ওভারে জোড়া বাউন্ডারি। মারকাটারি শুরু রোহিতের। দু ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান। এদিকে আহমেদাবাদে (Narendra Modi Stadium) নজর আসমুদ্র হিমাচলের। কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন কয়েকজনের কাঁধে। ক্রিকেটই তো একতা আনে এ দেশে। সব ভুলে একটা দিন ক্রিকেটে মেতে গোটা দেশ। এক যুগের অপেক্ষার অবসান হওয়ার প্রত্যাশা। ২০১১ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ভারত। ঘরের মাঠেই ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল। এ বারের অপেক্ষা ১২ বছরের। খুব কাছে গিয়েও ফিরে আসা যেন আরও হতাশার। ‘দিল হ্যায় ছোটা সা, ছোটি সি আশা’, গানের নিরিখে সত্যিই খুব ভালো। কিন্তু দেশ বড়, আশাও যে 'বিরাট'।

বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্ষেত্রেই নড়বড়ে দেখিয়েছে ভারতীয় দলকে (Team India)। আশা দেখা যায়নি রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও। একই কথা প্রযোজ্য কোচ রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও। সাফল্য যেন লুকোনো ছিল কোথাও। টুর্নামেন্ট শুরু হতেই একে একে প্রকাশ্যে আসছিল। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু। যা এখনও থামেনি। লিগ পর্বে নয়ে নয়, সেমিফাইনালেও দুরন্ত জয়। অপরাজিত ভারত বলাটা পুরোপুরি সঠিক নয়। তার চেয়ে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ভারত, নিখুঁত (India Cricket World Cup 23)। অপরাজিত মানে তো শুধুমাত্র না হারাও হতে পারে!