এখনই জাঁকিয়ে ঠাণ্ডা নয়, আবহাওয়া নিয়ে বড় ঘোষণা হাওয়া অফিসের

২২ নভেম্বর থেকে গোটা বাংলায় ফের হু হু করে পারদ পতনের পূর্বাভাস রয়েছে। শীত থিতু হতে দেরি হলেও ভরপুর ঠান্ডা উপভোগ করবে শীতপ্রিয় বাঙালি।

এখনই জাঁকিয়ে ঠাণ্ডা নয়, আবহাওয়া নিয়ে বড় ঘোষণা হাওয়া অফিসের

ট্রাইব টিভি ডিজিটাল: অগ্রহায়ণ মাস পড়তেই সপ্তাহান্তে কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রার পারদ। ১৮ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় পৌঁছল তাপমাত্রার পারদ। যদিও জেলায় জেলায় বজায় রয়েছে শীতের আমেজ। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমের দিকেই থাকবে।

 রবিবার রাত থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রার আরও পতন হবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ২২ নভেম্বর থেকে গোটা বাংলায় ফের হু হু করে পারদ পতনের পূর্বাভাস রয়েছে। শীত থিতু হতে দেরি হলেও ভরপুর ঠান্ডা উপভোগ করবে শীতপ্রিয় বাঙালি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে ফের হু হু করে পারদ পতনের পূর্বাভাস রয়েছে রাজ্যের অধিকাংশ জেলাতেই। শীত থিতু হতে দেরি হলেও ভরপুর ঠান্ডা উপভোগ করবে শীতপ্রিয় বাঙালি। 

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত উত্তরবঙ্গের সমতল ও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং  ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে দুই বঙ্গে। রাজ্য জুড়ে শীতের আমেজ। শীতের এই আবহাওয়া চলবে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশে পাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা।