ভালোবাসার প্রস্তাবে সায় দেয়নি প্রেমিকা, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নাবালক

লাকারই একটি মেয়েকে গত ৩ বছর ধরে ভালোবাসত সে। মেয়ের বাড়ির পরিবার তা মেনে না নেওয়া একাধিকবার তার ছেলে এবং তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।

ভালোবাসার প্রস্তাবে সায় দেয়নি প্রেমিকা, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নাবালক

ট্রাইব টিভি ডিজিটাল: প্রেমের প্রস্তাবে সায় দেয়নি প্রেমিকা। প্রেমে প্রত্যাখ্যান হয়ে অবসাদে আত্মঘাতী দশম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে, মালদহ জেলার ইংলিশ বাজার থানার রামকেলি এলাকায়। মৃত ওই ছাত্রের নাম ঘনশ্যাম ঘোষ। স্থানীয় গৌড়ীয় হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল সে।

 মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, এলাকারই একটি মেয়েকে গত ৩ বছর ধরে ভালোবাসত সে। মেয়ের বাড়ির পরিবার তা মেনে না নেওয়া একাধিকবার তার ছেলে এবং তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। সোমবার রাত্রেও মারধর করা হয় বলে অভিযোগ। এই কারণে আত্মঘাতী হয় ওই ছাত্র বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘরের ভিতর থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরপর মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

অন্যদিকে, মঙ্গলবার সকালে চোপড়া থানার ফলব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই পড়ুয়া সহ আহত চারজন। আহতদের মধ্যে এক অভিভাবকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 স্হানীয় তুলসিভিটা BSF ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ঘটনাটি চোখে পড়তেই তাদের এম্বুলেন্সে করে আহতদেরকে উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসে। জানা গিয়েছে আহতদের বাড়ি চোপড়া থানার ডাংরাডাঙ্গি এলাকায়। মঙ্গলবার সকালে সাইকেল করে দুই পড়ুয়াকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। স্কুলে পৌঁছানোর আগে ফলব্রিজ এলাকায় একটি পিকআপ তাদেরকে ধাক্কায় মারে। 

এই ঘটনায় দুই পড়ুয়া সহ আহত হয় চারজন। ঘটনাটি স্হানীয় BSF এর জওয়ানদের নজর নজরে আসে। তরিঘরি BSF এর এম্বুলেন্সে করে আহতদেরকে উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে এক অভিভাবকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করে। এদিকে ঘটনার খবর জানতে পেরে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন স্কুল কর্তৃপক্ষ। BSF এর জওয়ানদের কে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের এক শিক্ষিকা। এই ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশে খবর দেয় স্হানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।