ভোট বঙ্গে বদল ৪ জেলাশাসক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

শুধু বাংলা (West Bengal) নয়, আরও তিন রাজ্যের পুলিশ সুপার এবং জেলাশাসক বদল করল কমিশন। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

ভোট বঙ্গে বদল ৪ জেলাশাসক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নির্বাচনের মুখে ফের বদলি। লোকসভার আগে ৪ জেলাশাসককে বদল করল নির্বাচন কমিশন (Election Commission)। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, তাঁরা কেউই আইএএস (IAS) ক্যাডারের অফিসার নন। ৪ জেলাশাসকই WBCS অফিসার। তাই তাঁদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে শুধু বাংলা (West Bengal) নয়, আরও তিন রাজ্যের পুলিশ সুপার এবং জেলাশাসক বদল করল কমিশন।

বিজেপি শাসিত গুজরাটের ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে। আপের পাঞ্জাবেরও পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর, মালেরকোটলা জেলার এসএসপি (SSP) বদল করা হয়েছে। বিজেডি শাসিত ওড়িশার ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-high-court-take-special-initiative-about-illegal-constructions

আগেই বদল করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজি (DG)। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই রাজীব কুমারকে (Rajiv Kumar) সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukherjee) করা হয় রাজ্য পুলিশের ডিজি (DG)। দুবার DGP বদলের পর এবার বদলি করা হল ৪ জেলাশাসককে।