Janmashtami 2022: কৃষ্ণ প্রেমে মজিল ভুবন, সস্ত্রীক ব্রিটেনের ইসকনে হাজির ঋষি সুনক

প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারে স্ত্রী অক্ষতার বংশপরিচয় ও অর্থের পরিমাণই অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেও, স্ত্রীকে তাঁর সমর্থনের অন্যতম স্তম্ভ বলেই জানিয়েছিলেন সুনক।

Janmashtami 2022: কৃষ্ণ প্রেমে মজিল ভুবন, সস্ত্রীক ব্রিটেনের ইসকনে হাজির ঋষি সুনক

ট্রাইব টিভি ডিজিটাল: বৌয়ের সঙ্গে সংসার করতে পারছি না। সম্প্রতি এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনক। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ব্রিটেনে জন্মাষ্টমী পালন করতে দেখা গেল ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনককে।  

বৃহস্পতিবার টুইটারে ঋষি সুনক লেখেন, ''জন্মাষ্টমী উপলক্ষে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর ইউকে সদর দফতর ভক্তিবেদান্ত মানর মন্দির পরিদর্শন করতে এসেছি।'' শুক্রবার মন্দিরে পুজোর ছবি ইনস্টাগ্রাম ও ট্যুইটারে পোস্ট করে তিনি লেখেন,''জন্মাষ্টমী (Janmashtami) পালন করতে স্ত্রীর সঙ্গে ভক্তিবেদান্ত মানর মন্দিরে গিয়েছিলাম। ভগবান কৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে হিন্দুদের (Hindu) জনপ্রিয় এই উৎসবে সবাইকে শুভেচ্ছা।'' 

Today I visited the Bhaktivedanta Manor temple with my wife Akshata to celebrate Janmashtami, in advance of the popular Hindu festival celebrating Lord Krishna’s birthday. pic.twitter.com/WL3FQVk0oU

— Rishi Sunak (@RishiSunak) August 18, 2022 ">

প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারে স্ত্রী অক্ষতার বংশপরিচয় ও অর্থের পরিমাণই অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেও, স্ত্রীকে তাঁর সমর্থনের অন্যতম স্তম্ভ বলেই জানিয়েছিলেন সুনক। তিনি আগেই বলেছিলেন, স্ত্রী ও তাঁর শ্বশুর-শাশুড়ির জন্য তিনি গর্ববোধই করেন।

 উল্লেখ্য, ঋষি সুনকের স্ত্রী অক্ষতার মা-বাবা হলেন ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা তথা দুই কর্ণধার নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। শ্বশুর-শাশুড়ির জন্য গর্বিত হলেও, তাদের সম্পত্তি বা প্রভাব-প্রতিপত্তির সঙ্গে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হওয়ার কোনও যোগ নেই বলেই জানিয়েছিলেন ঋষি সুনক।