নিয়োগের দাবিতে যৌথভাবে আন্দোলনের পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণ চাকরির প্রার্থীরা

বাকি শূন্য পদ বরাদ্দ করা হয়েছে অন্যান্য ভাষার মাধ্যমের চাকরিপ্রার্থীদের জন্য। বাংলা মাধ্যমের চাকরিপ্রার্থীরা তাদের জন্য বরাদ্দ এত কম শূন্য পদ মানতে রাজি নয়।

নিয়োগের দাবিতে যৌথভাবে আন্দোলনের পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণ চাকরির প্রার্থীরা

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগের দাবিতে এবার যৌথভাবে আন্দোলনের পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণ চাকরির প্রার্থীরা। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার মধ্যরাতে করুণাময়ীতে পর্ষদ ভবনের সামনে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলে দেয় পুলিশ। 

সেই নিয়ে উত্তাল রাজ্য। কিন্তু এখনই হাল ছাড়ছেন না টেট উত্তীর্ণ দুই বছরেরই চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে পর্ষদের ওপর চাপ বাড়াতে এবার যৌথভাবে আন্দলনে নামার চিন্তাভাবনা করছে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, পর্ষদ যে ১১ হাজারের সামান্য বেশি শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছে, তার মধ্যে পাঁচ হাজারের কিছু বেশি পদ নির্ধারিত করা হয়েছে বাংলা মাধ্যমের চাকরিপ্রার্থীদের জন্য। 

বাকি শূন্য পদ বরাদ্দ করা হয়েছে অন্যান্য ভাষার মাধ্যমের চাকরিপ্রার্থীদের জন্য। বাংলা মাধ্যমের চাকরিপ্রার্থীরা তাদের জন্য বরাদ্দ এত কম শূন্য পদ মানতে রাজি নয়। তাদের দাবি অন্যান্য ভাষার জন্য যে শূন্য পদ বরাদ্দ করা হয়েছে, তা কখনওই পূরণ হবে না। তাই তাদের জন্য শূন্য পদের সংখ্যা আরও বাড়াতে হবে। এবার সেই দাবি নিয়েই যৌথভাবে আরও বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে করুণাময়ীতে বিক্ষোভ, অনশনে সামিল হওয়া ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।