Panchayat Election 2023: মায়ের বয়স ২৯ ছেলের মাত্র ২৪! বিতর্কে BJP প্রার্থী

নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের ২৩০ নম্বর বুথে BJP প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন সুমনা মনি বিশ্বাস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোটে দাঁড়ালেও বিপত্তি বেঁধেছে ভোটার তালিকায় তাঁদের পরিবারের বাকি সদস্যদের বয়স নিয়ে।

Panchayat Election 2023:  মায়ের বয়স ২৯ ছেলের মাত্র ২৪! বিতর্কে BJP প্রার্থী
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটার লিস্ট অনুযায়ী বাবার বয়স ৩৬ বছর। মায়ের বয়স ২৯। এত পর্যন্ত পুরো বিষয়টি ঠিক মনে হলেও গোল বাঁধল ছেলের বয়স নিয়ে। বাবা-মায়ের দু'জনের বয়সের ফারাক যেখানে মেরেকেটে ৬ থেকে ৭ বছর। সেখানে ছেলের বয়স ২৪! অর্থাৎ মায়ের সঙ্গে ছেলের বয়সের পার্থক্য মাত্র পাঁচ বছর।

জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের ২৩০ নম্বর বুথে BJP প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন সুমনা মনি বিশ্বাস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোটে দাঁড়ালেও বিপত্তি বেঁধেছে ভোটার তালিকায় তাঁদের পরিবারের বাকি সদস্যদের বয়স নিয়ে। আর যা নিয়ে এখন জোর তরজা শুরু হয়েছে পাড়ার ক্লাব থেকে চায়ের দোকান সর্বত্রই। ভোটার তালিকা অনুযায়ী, ছেলে কার্তিক মনির বয়স ২৪ বছর। এ বিষয়ে অবশ্য প্রার্থী সুমনা মনি বিশ্বাস জানান, আধার কার্ড ভোটার কার্ডে নাম বয়স বাবার নাম ঠিকানা যেভাবে ভুল থাকছে তাতে অস্বাভাবিক কিছু ঘটনা না। ইতিমধ্যেই তার স্বামী তা ঠিক করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে ঘটনাটি স্বাভাবিক নয় এমনটাই মনে করছেন ওই এলাকার অধিবাসীবৃন্দ। তাদের মতে, পাড়ায় বাস করা ২৪ বছরের ছেলেকে তারা কোনওদিনই দেখেননি। শুধু ছেmayeলে নয় ওই পরিবারে আরও বেশ কয়েকটি অপরিচিত পরিবার সদস্য আছেন যাদের গ্রামের মানুষ কেউ চেনেন না। তবে এ বিষয়ে জানতে চেয়ে বিডিও অফিসে বেশ কয়েকজন এলাকাবাসী আবেদন করেছেন। শুধু তাই নয়, বিডিও অফিসের উত্তরের প্রতীক্ষায় রয়েছেন তাঁরা। এখন দেখার জল কোনদিকে গড়ায়।