নারী দিবসের আগে বাংলায় নারী নির্যাতনের অভিযোগে সরব প্রধানমন্ত্রী মোদি

সন্দেশখালির মহিলাদের ওপর নির্যাতনের পাশাপাশি 'ইন্ডি' জোটের বিরুদ্ধেও মুখ খোলেন মোদি। এর আগে ইণ্ডিয়া জোটের সদস্য দল কংগ্রেসকে বহুবার 'পরিবারবাদ' নিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছে। বিস্তারিত পড়ুন...

নারী দিবসের আগে বাংলায় নারী নির্যাতনের অভিযোগে সরব প্রধানমন্ত্রী মোদি
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে'। বুধবার বারাসতের জনসভা থেকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মা বোনেদের সঙ্গে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কারও মাথা নিচু হয়ে যাবে। কিন্তু আপনাদের সঙ্গে যা হয়েছে তাতে এই সরকারের কিছু এসে যায় না' বলেও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। 

লোকসভা ভোটের আগে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালিকাণ্ডই যে বিজেপির বড় হাতিয়ার, তা আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। আরামবাগ, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতের জনসভাতেও সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। 'তৃণমূলের রাজত্বে মহিলাদের উপর অত্যাচার করে ঘোর পাপ হয়েছে। সন্দেশখালিতে যা হয়েছে, তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। কিন্তু তৃণমূল সরকারের তাতে কিছু যায়-আসে না।' ঠিক এভাষাতেই বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান মোদি। 

আরও পড়ুন: https://www.tribetv.in/ED-Appears-to-calcutta-high-court-over-sandeshkhali-chaos-issue

সন্দেশখালির মহিলাদের ওপর নির্যাতনের পাশাপাশি 'ইন্ডি' জোটের বিরুদ্ধেও মুখ খোলেন মোদি। এর আগে ইণ্ডিয়া জোটের সদস্য দল কংগ্রেসকে বহুবার 'পরিবারবাদ' নিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছে। এবার রাজ্যে এসে কংগ্রেস সহ ইন্ডি জোটের সদস্যদের পাল্টা পরিবারবাদ নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পরিবার কারা? আমার কোনও পরিবার নেই বলে কটাক্ষ করেন ইন্ডিয়া জোটের নেতারা? আমরা পরিবার দেখতে হলে এই সভায় চলে আসুন বলেও দাবি করেন মোদি।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Former-Justice-abhijeet-ganguly-to-join-bjp-on-tomorrow

লোকসভা ভোটে মহিলা ভোটব্যাঙ্ক যে বড় অস্ত্র হতে চলেছে পদ্ম শিবিরের কাছে এদিনের সভা থেকে তা আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়ন মোদির গ্যারান্টির প্রসঙ্গ তুলে ধরে দেশের রাষ্ট্রপতি যে একজন আদিবাসী মহিলা সে কথাও মনে করিয়ে দেন তিনি। মোদি বলেন, 'মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার। বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প চালু করতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে।' সন্দেশখালি অস্ত্রে শাসক দলকে ঘায়েল করে লোকসভা নির্বাচনের ভোটবাক্সে বিজেপি যে ফায়দা তুলতে চাইছে, তা বুধবার নরেন্দ্র মোদির বারাসতের বক্তব্য থেকেই পরিস্কার।