প্রয়াত মুলায়াম সিং যাদব, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়াম সিং যাদব। কিডনির সমস্যা নিয়ে গত একসপ্তাহ আগে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন।

প্রয়াত মুলায়াম সিং যাদব, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ট্রাইব টিভি ডিজিটাল: সোমবার সকালে রাজনীতির আঙিনায় নেমে এলো শোকের ছায়া। মৃত্যুতে থেমে গেল দীর্ঘ একযুগের বর্ণময় রাজনীতির চিত্রপট! ৮২ বছরে প্রয়াত হলেন সপা'র প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব। প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে শোকের ছায়া। 

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়াম সিং যাদব। কিডনির সমস্যা নিয়ে গত একসপ্তাহ আগে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন। ক্রমশ তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাখা হয়েছিল ICU-তে। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে এদিন সকালে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তাঁর মৃত্যুর খবরে সোমবার সকালেই টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুলায়ামের প্রয়াণে শোকাহত উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। 'অপূরণীয় ক্ষতি'র কথা লিখে টুইট করেছে কংগ্রেস। টুইট বার্তায় শোক জ্ঞাপন করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। 

এদিন টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "দেশে জরুরি (Emergency) অবস্থা জারির সময়ে গণতন্ত্র রক্ষার যুদ্ধে অন্যতম প্রধান সৈনিকের দায়িত্ব পালন করেন ছিলেন মুলায়ম সিং যাদব। সাংসদ থাকাকালীনও দেশের উন্নতির জন্য তাঁর লড়াই মনে রাখবে দেশবাসী।" 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, ''বর্ষীয়াণ রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে রাজ্যে তিনদিনের শোক পালন করা হবে।'' 

উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক টুইট করে বলেন, ''মুলায়াম সিং যাদবের প্রয়াণে আমরা সবাই গভীরভাবে শোকাহত। তিনি সবসময় মানুষের জন্য লড়াই করে গিয়েছেন। রাজনীতির ইতিহাসে তাঁর কথা সবাই স্মরণ করবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।'' 

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেন,''রাজনীতির অন্যতম প্রবীণ নেতা ছিলেন তিনি। উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর ভূমিকা সবাই মনে রাখবে।'' শুধু তাই নয়, আগামীকাল মঙ্গলবার মুলায়াম সিং যাদবের শেষকৃত্যে অংশগ্রহণ করতে উত্তরপ্রদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর। এদিকে প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুলায়াম সিং যাদবের মরদেহ মালা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তিনি।