গড়িয়ায় স্পিকার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকায়

একটি বসতবাড়ির ভিতর স্পিকার কারখানায় আচমকাই আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।

গড়িয়ায় স্পিকার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকায়

ট্রাইব টিভি ডিজিটাল:সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। গড়িয়া স্টেশনের কাছে একটি বসতবাড়ির ভিতর স্পিকার কারখানায় আচমকাই আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে গড়িয়া তেঁতুলবেড়িয়ার একটি স্পিকার তৈরির কারখানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। এদিকে বাড়ির মালিক কলকাতার বাইরে থাকায়, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। যারফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। 

ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে কারও বসবাস নেই। তবে বাড়ির ভিতরে চলছিল স্পিকার তৈরির কাজ। কার্যত স্পিকার তৈরির কারখানা হিসেবেই ব্যবহার করা হচ্ছিল তেঁতুলবেড়িয়া অঞ্চলের এই তিন তলা বাড়িটি। সেই কারখানার কোনও যন্ত্রপাতি থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলকর্মীদের। স্পিকারের একাধিক অংশ উদ্ধার হয়েছে। ডাই হয়ে পড়ে থাকা যন্ত্রপাতিগুলিও দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। আগুনের উৎসস্থলের সন্ধান চালাচ্ছেন দমকলকর্মীরা। এদিকে, কী ভাবে একটি বসতবাড়িকে কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

 প্রশাসনের অনুমতি নেওয়া ছিল কি না, আদৌ এই স্পিকার কারখানা বেআইনিভাবে চলছিল কি না, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচারীরা। আশপাশের বাড়িগুলি থেকেও পোড়া গন্ধ নাকে আসে। এরপর বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় তেঁতুলবেড়িয়া অঞ্চলের ওই বাড়িটি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত কালঘাম ছুটে গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে বাড়ির ভিতরে প্রথমটায় ঢুকতেই পারছিলেন না দমকলকর্মীরা। দু'ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা।