ললিত হোটেলে হামলার ছক, আতঙ্ক বাণিজ্যনগরীতে

মঙ্গলবার সকালে মুম্বইয়ের জনপ্রিয় ললিত হোটেলে একটি ফোন আসে। সেই ফোন কলে দাবি করা হয় যে, অবিলম্বে পাঁচ কোটি টাকা দিতে হবে।

ললিত হোটেলে হামলার ছক, আতঙ্ক বাণিজ্যনগরীতে

ট্রাইব টিভি ডিজিটাল: ২৬/১১-এর ধাঁচে ফের মুম্বইয়ে হামলার ছক! মঙ্গলবার সাতসকালে মুম্বইয়ের জনপ্রিয় বিলাসবহুল 'ললিত হোটেল' বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! এদিন সকালে ললিত হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসতেই চাঞ্চল্য ছড়ায় মুম্বইজুড়ে (Mumbai)।  

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুম্বইয়ের জনপ্রিয় ললিত হোটেলে একটি ফোন আসে। সেই ফোন কলে দাবি করা হয় যে, অবিলম্বে পাঁচ কোটি টাকা দিতে হবে। নচেৎ উড়িয়ে দেওয়া হবে ললিত হোটেলটি। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় বাণিজ্যনগরীতে। 

মুম্বই (Mumbai) পুলিশ সূত্রে খবর, উড়ো ফোন আসার পরই তৎপরতার সঙ্গে মুম্বইয়ের ওই অভিজাত পাঁচতারা ললিত হোটেলে (Lalit Hotel) তল্লাশি অভিযান চালানো হয়। গোটা ঘটনায় ৩৩৬ এবং ৫০৭ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। তবে এটি ভুয়ো ফোন বলেই প্রাথমিক তদন্তে অনুমান।  

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A bomb threat call was received at a prominent hotel in Mumbai. An unidentified person called the hotel and said that bombs have been kept at four places in the hotel and demanded Rs 5 crore to defuse them. Case registered at Sahar PS u/s 336, 507 of IPC: Mumbai Police</p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1561924489122050048?ref_src=twsrc%5Etfw">August 23, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আরও জানা গিয়েছে, গত শনিবারও একই ধরণের হুমকি ফোন আসে মুম্বই পুলিশের কাছে। সূত্রের খবর, পাকিস্তানের এক ফোন নম্বর থেকে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেলের হেয়াটসঅ্যাপ নম্বরে একের পর এক মেসেজ আসতে থাকে।

যেখানে বলা হয়, ২৬/১১- হামলা, উদয়পুরে দরজি খুন বা পঞ্জাবে সিধু মুসেওয়ালা খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। ভারতে ছয় জন জঙ্গি হামলা করবে। মুম্বই থেকেই এই হামলা শুরু হবে। এই ঘটনার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। কে, কোন উদ্দেশ্যে এই মেসেজ করেছে তা জানার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে মুম্বই পুলিশ। ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল পুলিশকে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে।