মেধা তালিকায় নাম নেই দেড় হাজার পড়ুয়ার, কলেজে ভর্তির ভবিষ্যৎ তিমিরে

গত ১৬ অগাস্ট থেকে বালুঘাট কলেজের মেধা তালিকা বেরোনো শুরু হয়েছে। সোমবার চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়।

মেধা তালিকায় নাম নেই দেড় হাজার পড়ুয়ার, কলেজে ভর্তির ভবিষ্যৎ তিমিরে

ট্রাইব টিভি ডিজিটাল: ভর্তির জন্য অনলাইনে আবেদন করেও মেধা তালিকা থেকে উধাও দেড় হাজার ছাত্রছাত্রীদের নাম। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট কলেজে।

জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই স্নাতকস্তরে ভর্তির জন্য অনেকেই শুধুমাত্র বালুরঘাট কলেজে  আবেদন করেছেন। আবেদনকারী পড়ুয়াদের বেশিরভাগ ৯০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেও ওই কলেজের মেধাতালিকায় নাম নেই। 

আরও জানা গিয়েছে, মেধা তালিকায় নাম না থাকায় সাধারণ কোর্স বা অনার্স নিয়ে ভর্তি হতে পারছেন ভুক্তভোগী পড়ুয়ারা। যার ফলে বিপাকে পড়েছে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী। শুধু তাই নয়, পড়াশোনা বাদ দিয়ে কলেজে রোজ হন্যে হয়ে ঘুরতে হচ্ছে পড়ুয়াদের। এমতাবস্থায় ছাত্রছাত্রীরা তাদের ভর্তি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে। 

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে। অনলাইনে ছাত্রদেরই ত্রুটির কথা বলছেন কলেজ। তবে কোনও পড়ুয়াকে ভর্তি থেকে বঞ্চিত করা হবে না বলে কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

গত ১৬ অগাস্ট থেকে বালুঘাট কলেজের মেধা তালিকা বেরোনো শুরু হয়েছে। সোমবার চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়। যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে সাতটি মেধা তালিকা প্রকাশিত হবে। কিন্তু কলেজে ভর্তি নিয়ে এখনও তিমিরেই রয়েছেন পড়ুয়ারা।