চাঁদমুখী দেশ, ইতিহাস গড়ার পথে চন্দ্রযান ৩

চার বছর আগের চন্দ্রযান ২-এর ব্যর্থতা ভুলে নয়া ইতিহাস গড়তে শুরু হয়েছে প্রার্থনা। নিউ ইয়র্ক থেকে বারাণসী, সর্বত্রই ভারতীয়রা চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করে পূজার্চনা শুরু করেছেন

চাঁদমুখী দেশ, ইতিহাস গড়ার পথে চন্দ্রযান ৩
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: নজর আজ চাঁদের দিকে। শুরু ফাইনাল কাউন্টডাউন, অন্ধকার অংশে নেমে আজ ইতিহাস গড়ার পথে চন্দ্রযান ৩। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণাংশের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার। ইতিহাস গড়বে ভারত। দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে তারই ফাইনাল কাউন্টডাউন। চলতি বছরের গত ১৪ জুলাই চাঁদের দক্ষিণাংশ জয়ের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। দীর্ঘ ৪১ দিনের যাত্রাপথ শেষ হবে আজ।

সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পদার্পণ করবে চন্দ্রযান ৩ (Chandraan 3)। শুধু তাই নয়, চন্দ্রযানের সফল ল্যান্ডিং করাতে চন্দ্রযান ২ থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য সবরকম চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়ছে। পথেঘাটে এখন সবার মুখে একটায় আলোচনা চন্দ্রযান ৩ এর সফল ল্যান্ডিং।  দেশজুড়ে চলছে প্রার্থনা, যজ্ঞ। ব্রিকস (BRICKS 2023) সম্মেলনে যোগ দিতে সুদূর দক্ষিণ আফ্রিকা গিয়েও মোদীর মন পড়ে রয়েছে ভারতে। আজ সন্ধ্যায় ভার্চুয়াল গোটা অবতরণ পর্বের সাক্ষী থাকবেন তিনিও। উত্তেজিত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। চন্দ্রযান ৩ গোটা দেশের গর্ব (India Chandrayaan 3)। ইসরোর এই সাফল্যের কৃতিত্ব শুধুমাত্র বিজ্ঞানীদের। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের নয় বলেও জানান তিনি। 

১৪০ কোটির স্বপ্ন আজ চাঁদের মাটি। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩ । চাঁদমুখী ভারতকে শুভেচ্ছাবার্তা গোটা বিশ্বের। ইতিহাস আর চন্দ্রযান-৩-র মধ্যে দূরত্ব কয়েক কিমির। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সফল ল্যান্ডিং চন্দ্রযান-৩ এর। আর সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকবে গোটা দেশ। চাঁদের দক্ষিণ মেরুতে সফল ল্যান্ডিং করানোয় চ্যালেঞ্জ। ল্যান্ডিংয়ের দু'ঘণ্টা আগে থেকে শুরু হবে সবরকম প্রস্তুতি। শুধু তাই নয়, ভার্চুয়াল মাধ্যমে মোদীর (Narendra Modi) সঙ্গে যোগাযোগ করবে ইসরো (ISRO) ভার্চুয়াল গোটা অবতরণ পর্বের সাক্ষী থাকবেন নমো দেশজুড়ে চলছে প্রার্থনা, যজ্ঞ, অপেক্ষা সফল অবতরণের আজ শেষ হতে চলেছে দীর্ঘ ৪১ দিনের যাত্রাপথ।  চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পদার্পণ করবে চন্দ্রযান ৩ সম্ভাব্য সবরকম চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

চার বছর আগের চন্দ্রযান ২-এর ব্যর্থতা ভুলে নয়া ইতিহাস গড়তে শুরু হয়েছে প্রার্থনা। নিউ ইয়র্ক থেকে বারাণসী, সর্বত্রই ভারতীয়রা চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করে পূজার্চনা শুরু করেছেন। বারাণসীতে দেখা গিয়েছে, সাধুরা যজ্ঞ করছেন। একই দৃশ্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীতেও। সেখানে শ্রীমহাকালেশ্বর মন্দিরে ‘ভস্ম আরতি’ করা হচ্ছে। ঋষিকেশের পরমার্থ নিকেতনে বিশেষ গঙ্গা আরতিও শুরু হয়েছে। পাশাপাশি নিউ জার্সিতে ওম শ্রী সাই বালাজি মন্দির ও মনরোর কালচারাল সেন্টারেও দেখা গিয়েছে সকলকে প্রার্থনা করতে। উত্তরপ্রদেশের হজরত শাহ মিনা শাহ দরগায় প্রার্থনা করতে দেখা যায় বিজেপি নেতা মহসিন রাজাকেও। সকলের প্রার্থনা একটাই। বিক্রম যেন সফলভাবে সফট ল্যান্ডিং করতে পারে চাঁদের দক্ষিণ মেরুতে। 

এদিকে দুশ্চিন্তা উড়িয়ে সকলকে নিশ্চিন্ত হওয়ার আশ্বাস দিচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র এক তরুণ বাঙালি বিজ্ঞানী জানাচ্ছেন, দুশ্চিন্তার কিচ্ছু নেই। টেনশনে টিভির পর্দায় চোখ রাখতেও হবে না। ফুরফুরে মেজাজে থাকুন। 'আজ আমরা করব জয় নিশ্চয়'। মহাবিশ্বের কোনও কিছুই আর অঘটন ঘটাতে পারবে না। চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সব কিছু খারাপ হয়ে গেলেও একদম সেফ ল‌্যান্ডিং করবে। এবার এতটাই আত্মবিশ্বাসী আমরা।'' এদিন গভীর প্রত্যয়ে এই কথাগুলিই জানান ISRO-তে কর্মরত ওই তরুণ বাঙালি বিজ্ঞানী।