Nepal Earthquakes: পড়শি দেশে ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, প্রচণ্ডর পাশে থাকার বার্তা নমোর

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জাানিয়েছে, নেপালের কাঠমাণ্ডুর কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মাটির গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। আরও জানতে পড়ুন...

Nepal Earthquakes: পড়শি দেশে ভূমিকম্পে  লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, প্রচণ্ডর পাশে থাকার বার্তা নমোর
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: শুক্রবার মাঝরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল (Nepal)। নেপালের ভয়াবহ ভূমিকম্পে (Nepal Earthquakes) এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা  ১০০-রও বেশি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কম্পনের অভিঘাত এতটাই ছিল যে, কেঁপে উঠেছিল দিল্লি, এনসিআর ও অযোধ্যার মাটিও। লখনউ ও বিহারের (Bihar) বেশ কিছু জায়গার কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। রুকুম ও জাজারকোট এই প্রবল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, রাতে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বিভিন্ন বহুতলগুলিতে কম্পন টের  পাওয়া গিয়েছে। ঘরের ভিতরের বিভিন্ন জিনিসপত্রও কাঁপতে দেখা গিয়েছে। হঠাৎ করে এই কলকাতার শহরে এই মৃদু কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসীদের অনেকে। নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে বিহারের বিস্তীর্ণ অঞ্চলও। পটনায় ভূমিকম্প টের পেয়েই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিলেন আতঙ্কিত সাধারণ মানুষজন। ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে খাট, বিছানা সব কেঁপে উঠেছিল বলে জানাচ্ছেন তাঁরা। হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। নয়ডার বিভিন্ন বহুতলগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এক ব্যক্তি জানাচ্ছেন, তিনি রাতে বাড়িতে বসে টিভি দেখছিলেন। হঠাৎ, তাঁর চক্কর লাগতে শুরু করে। প্রথমে ভেবেছিলেন মাথা ঘুরছে। আকস্মিকতা কাটিয়ে উঠতেই বাড়ির বাইরে হইচই শুনতে পান। লোকজন ভয়ে চিৎকার করছিল বলে জানাচ্ছেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জাানিয়েছে, নেপালের কাঠমাণ্ডুর কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মাটির গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। কম্পনের ফলে রাতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে চলে আসে মানুষ। অনেকেরই দাবি, একের বেশিবার কম্পন হয়েছে। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে তেমন কিছু জানানো হয়নি।

এদিকে নেপালের ভূমিকম্প নিয়ে রাতেই নিজের X হ্যান্ডেলে টুইট করেছেন প্রধানমন্ত্রী Pushpa Kamal Dahal। তিনি লেখেন, ''শুক্রবার রাত 11:47 নাগাদ জাজারকোটের রামিডান্ডায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি। পরিস্থিতি মোকাবিলায় ও আহতদের দ্রুত উদ্ধার, ত্রাণের জন্য ৩টি বাহিনী একত্রে কাজ করছে। আশা করি, দ্রুত পরিস্থিতি আয়ত্তের মধ্যে চলে আসবে।'' 
অন্যদিকে পড়শি দেশের দুঃসময়ে পাশে থাকার বার্তা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন তিনি বলেন, '' নেপালে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোকাহত। ভারত নেপালের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ও সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমাদের চিন্তা শোকাহত পরিবারের সঙ্গে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।''