মৃত্যুফাঁদ গার্ডেনরিচ, CBI তদন্তের দাবিতে আদালতে রাকেশ সিং

গার্ডেনরিচের ঘটনার পর শহরের বেআইনি নির্মাণ নিয়ে ফের সরব  কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। বিস্তারিত পড়ুন...

মৃত্যুফাঁদ গার্ডেনরিচ, CBI তদন্তের দাবিতে আদালতে রাকেশ সিং
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: কলকাতা বন্দর বিধানসভা এলাকায় একাধিক বেআইনি বাড়ি নির্মাণ এবং গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইডি ও সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাইলেন স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং। বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। ৮ নম্বর ওয়ার্ডে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ। মেয়র তথা এলাকার বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ ঠুকে মামলা। বেআইনি নির্মাণের রহস্যভেদে সিবিআই ও ইডির তদন্তের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, গার্ডেনরিচের ঘটনার পর শহরের বেআইনি নির্মাণ নিয়ে ফের সরব  কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। মন্তব্য বিচারপতির। গতকাল গার্ডেনরিচের ঘটনার পর এবার বেআইনিভাবে নির্মানে কড়া আদালত। বেআইনিভাবে নির্মান হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয়। 'বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনও মামলাই শুনব না'।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Almost-nine-people-lost-their-life-due-to-building-collapse-at-garden-reach

'যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে', মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।  আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনও মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। তিনিটি মামলাই গ্রহণ করেননি তিনি।