Dilip Ghosh News: 'কে অভিষেক বন্দ্যোপাধ্যায়', পঞ্চায়েত ভোটে নিজেদের অধিকার বুঝে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলার শুনানি ছিল।

Dilip Ghosh News:  'কে অভিষেক বন্দ্যোপাধ্যায়', পঞ্চায়েত ভোটে নিজেদের অধিকার বুঝে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার
বিজেপি রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বেজে গিয়েছে ভোটের বাদ্যি। রাজ্যে Panchayet Election-এর দিনক্ষণ ঘোষণা হতেই স্বমেজাজে ধরা দিলেন BJP-র রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে কার্যত শাসক শিবিরকে হুঁশিয়ারি দিতে দেখা গেল তাঁকে। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে এদিন তিনি বলেন, ''আমরা সবার আগে মনোনয়ন জমা দেব। কেউ বাধা দিতে আসলে তাঁর হিসেব আছে।'' 

দিলীপ ঘোষ আরও বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশকে কী একবারও বলেন, আপনারা হিংসা করবেন না। বিরোধীদের বাধা দেবেন না। তিনি তো কখনও এসব বলেন না। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগে নিজের পার্টি সামলান। আমরা কারও দয়া চাই না। গণতান্ত্রিক দেশে আমরা নিজেরাই নিজেদের অধিকার বুঝে নেব। কাউকে মাথা ঘামাতে হবে না।'' এছাড়াও রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে তিনি জানান, নির্বাচন কমিশন আছে। দেখা যাক কী হয়! 

এদিকে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। যদিও শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে মনোনয়ন পেশের সময়সীমা যথোপযুক্ত নয়। এই নিয়ে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। এখন দেখার ভোটের জল কতদূর গড়ায়।