Dilip Ghosh: ব্রাহ্মণের মেয়ে হয়ে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ

'উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তার মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না।' আর কী বললেন বিজেপি নেতা? জানুন...

Dilip Ghosh: ব্রাহ্মণের মেয়ে হয়ে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন ঘিরে তরজা।।

ট্রাইব টিভি ডিজিটাল: পুজোয় উদ্বোধন ঘিরে শুরু রাজনৈতিক তরজা। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর মণ্ডপের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। বিজেপি কাউন্সিলর তথা নেতা সজল ঘোষের এই পুজোর উদ্বোধনি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমণ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। অমিত শাহের পুজো উদ্বোধন নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ''ওরা পুজোর কিছুই জানে না।'' মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তাঁকে তীব্র তোপ দাগেন BJP সাংসদ দিলীপ ঘোষ। 

বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''যিনি চণ্ডীপাঠ ঠিক করে জানে ন না, ব্রাহ্মণের মেয়ে হয়ে। যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তার থেকে লোকে শিখবে পুজো নিয়ে? উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তার মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না। জীবনে কোনদিন উনি ধর্মীয় কাজ করেননি। সমস্ত অধার্মিক দুরাচারী, ভ্রষ্টাচারি লোক নিয়ে থেকেছেন। প্রতিদিন কোনও না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসে। যারা নৈতিকতা জানে না, যার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায়, এই সব লোকের সঙ্গে উনি থাকেন কেন? ছোটলোক বলা হয়েছে, বিপ দিয়ে ঢাকতে হবে। তাঁর কাছে ধর্মের কথা শুনব এতো দুর্দশা আমাদের হয়নি।''  

বিজেপি কাউন্সিলরের (সজল ঘোষ) পুজো বলেই কি এত কটাক্ষ? এই বিষয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ''ওই পুজো আজ নয়, প্রদীপ ঘোষের সময় থেকেই জনপ্রিয়। মানুষ এমনিতেই ওখানে যায়। নেতারাও আসেন। স্বয়ং প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন একবার। এটা সর্বজনীন পুজো। বিজেপি শক্তিশালী হয়েছে। আমাদের লোকেরাও পুজোয় ঢুকেছে। আমরাও চাই, আরও নেতা পুজোয় ঢুকুন। তাতে কারুর পেট ব্যাথা হচ্ছে কেন? উনি কি সব কিছু টাকা দিয়ে গায়ের জোরে কিনে নিতে চাইছেন?''  

পুজোয় সম্প্রীতি বজায় রাখার ডাক অভিষেকের। দিলীপ ঘোষ বলেন, ''যার বংশ শুদ্ধু সবাই চিরদিন মিথ্যা বলে এলো, উস্কালো, ভোটের জন্য কূর্মি আদিবাসী রাজবংশী দের ভয় দেখিয়ে এল। তাদের মুখে এ কি কথা শুনি আজি মন্থরার মুখে!''  বিশ্বভারতীতে ফের ডামাডোল নিয়ে প্রশ্ন করা হলে জবাবে দিলীপ ঘোষ আরও বলেন, ''ওখানকার প্রশাসনিক ব্যাপার। তবে অনৈতিক কিছু হলে তদন্ত হওয়া উচিৎ। বহুদিন ধরে ওখানে উত্তেজনা ও অব্যবস্থা চলছে। বারবার উপাচার্যকে উত্তেজিত করার চেষ্টা হয়েছে। তাকে কেন্দ্রীয় বাহিনী নিতে হয়েছে। আমার মনে হয় সার্বিক ভাবে বিষয়টা ভাবা উচিত।''